কথা দিয়ে কথা রাখতে জানেন শ্রীলেখা। অনুরাগী শশাঙ্কের সাথে জমিয়ে আড্ডা দিলেন কফি ডেটে! তুমুল ভাইরাল ভিডিও।









নিজস্ব প্রতিবেদন:- কথা দিয়ে কথা রেখেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র । একদমই ঠিক শুনেছেন । সম্প্রতি তিনি তার নিজস্ব ইনস্টাগ্রামে একটি খেলা শুরু করেছিলেন তার অনুরাগীদের সাথে এবং তার মাধ্যমে তিনি জানিয়েছিলেন যে প্রতিদিনই কোনো না কোনো অনুরাগীদের প্রশ্নের উত্তর দেবেন । সেই মতো জমিয়ে চলছিল খেলা ।




কিন্তু হঠাৎ করেই কেউ একজন তাকে প্রশ্ন করে বসে যে তাঁর প্রতি ভালোবাসা কিভাবে ব্যক্ত করা যাবে তার উত্তরে শ্রীলেখা মিত্র বলেন যে আমাকে যদি সত্যি ভালোবেসে থাকো তাহলে পথের পশুদেরকে যত্ন নাও ।তাদের সাথে ছবি তুলে আমাকে পাঠাও তাহলে তোমাদের সাথে আমি কফি ডেটে যাব ।




এই উত্তর সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হওয়ার পর থেকে অজস্র অনুরাগীরা সে মতন কথা রাখতে শুরু করে । কিন্তু তাদের মধ্যে সমস্ত রকম শর্ত মেনে চলেছিল একজনে এবং তিনি হলেন শশাঙ্ক ।যিনি নিজেও একজন পশুপ্রে মী । রামকৃষ্ণ মিশন থেকে তার পড়াশোনা করেছেন এবং এই মুহূর্তে তিনি এক পথশিশু দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন । তাই শশাঙ্ককে উপযুক্ত মানুষ হিসেবে মনে হয়েছে অভিনেত্রীর ও সাথে কফি খেতে যাওয়ার কথা ঘোষণা করলেন তিনি প্রকাশ্যে । আর তারপর থেকে শুরু হয়ে গেল জ-ল্পনা । ভালো-খারাপ সমস্ত রকম মন্তব্য দেখা গেল তার কমেন্ট সেকশনে ।




অবশেষে সেই দিন ঘনিয়ে এল এর মধ্যে অভিনেত্রী শ্রীলেখা মিত্র অনুরাগীদের কাছ থেকে জানতে চেয়েছিল যে কফি ডেটে যাওয়ার জন্য কোন পোশাক পড়ে যাওয়া যেতে পারে । তবে তাকে সেদিন দেখা গিয়েছিল সাদা রঙের শার্ট এবং ব্লু কালার জিন্স পরা অবস্থাতে আশ্চর্যজনকভাবে একই পোশাকে দেখা গিয়েছিল শশাঙ্ক কে এবং ডেট এর জন্য তার উত্তর কলকাতার একটি ক্যাফে কে বেছে নিয়েছিলেন ।




কফির কাপে চুমুক দিতে দিতে আড্ডা বেশ গভীর এ গড়ায় । এমনটাই জানা যায় তার পাশাপাশি খালি হাতে সে আসেনি বরং শ্রীলেখার জন্য নিয়ে এসেছে তার পছন্দের চকলেট । তার পাশাপাশি তিনি বলেছেন যে বেশি চকলেট খেলে কিন্তু তুমি আবার মোটা হয়ে যাবে । শ্রীলেখা মিত্র তার জন্য এলেছিলেন উপহার । কিন্তু সেটা এখনো পর্যন্ত প্রকাশ্যে আনেনি শশাঙ্ক । সবমিলিয়ে অভিনেত্রী তার দেওয়া কথা যত্নসহকারে পালন করেছেন। ।
— Bengal News Media (@media_bengal) July 15, 2021















