পাহাড়ের ওপর ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেলেন ইমন – নীলাঞ্জন। ঝড়ের বেগে ভাইরাল হল সেই দৃশ্য।









নিজস্ব প্রতিবেদন:- চলতি বছরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সঙ্গীত জগতের অন্যতম জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী এবং নীলাঞ্জন । ইমন চক্রবর্তী নিয়ে নতুন করে আর বলার কিছু অপেক্ষা রাখেনা । বাংলা সংগীত জগতে এক অনবদ্য গায়িকা হিসেবে পরিচিতি পেয়েছেন সকলের কাছে।




তার কন্ঠ দিয়ে তিনি রীতিমতো জয় করে নিয়েছেন সকল দর্শকদের মন । ইতি মধ্যে পেয়েছেন জাতীয় পুরস্কারও । এর পাশাপাশি একাধিক ছবিতে দুর্ধর্ষ কিছু গানের সাথে যুক্ত থাকার জন্য প্রতিনিয়ত বেড়েই চলেছে ইমন চক্রবর্তীর জনপ্রিয়তা ।




এবার সেই ইমন চক্রবর্তীর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে প্রতিনিয়ত অনুরাগীদের বেড়েই চলেছে তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানার আগ্রহ । কিন্তু তেমন ভাবে কোন কিছু জানো না গেলেও সম্প্রতি একটি ছবির মাধ্যমে প্রকাশিত হয়েছে অনেক কিছু এবং এর মাধ্যমে ইমন চক্রবর্তী এবং নীলাঞ্জন এর ঘ-নিষ্ঠ মুহূর্তে স্পষ্টভাবে ফুটে উঠেছে এমন টা বললে ভুল হবে না ।এর পাশাপাশি কখনো বাড়ির পোষ্য এর সঙ্গে খু-নসুটিতে মত্ত নীলাঞ্জন আবার কখনো নীলাঞ্জন এর গানের কিছু গল্প শেয়ার করেন ভক্তদের সঙ্গে। এপ্রিল মাসেই ইমন এবং নীলাঞ্জন পাহাড় ভ্রমণ গিয়েছিলেন।




সম্প্রতি ইমন চক্রবর্তী এবং নীলাঞ্জন একটু নিজেদের মধ্যে ফাঁকা সময় বের করে পাড়ি দিয়েছে পাহাড়ের কোলে । নিজেদের মধ্যে একান্ত নিরিবিলি সময় কাটিয়েছেন ।কিন্তু সেখানে গিয়ে একে অপরের ঠোঁটে চুম্বন এঁকে দিয়েছেন তারা সেই ছবিকে ক্যামেরাবন্দি করার পর শেয়ার করেছেন তিনি তার অনুরাগ এর সাথে এবং ক্যাপশনে লিখেছেন মুহূর্তরা ফিরে আসে মাঝে মধ্যে মেঘের মতন ।ছবিটি পোস্ট করা মাত্রই ভক্তরা অসংখ্য ভালোবাসতে ভরিয়ে দিয়েছেন দুজনকে। লাইভ ইমোজি তে ভরে গেছে ইমন এর কমেন্ট বক্স। দুজন কে একেবারে ‘Love bird’ লাগছে। প্রচুর ভাইরাল হয়েছে সেই ছবি ।
— Bengal News Media (@media_bengal) July 23, 2021



















