এক লাইনে স্পি’ডে চলে এলো দুই লোকাল ট্রেন, ঘটে গেলো বড় বি-পত্তি! কোনোরকমে বাঁ-চলেন যাত্রীরা, ভাইরাল ভিডিও!











নিজস্ব প্রতিবেদন :- ফের আরো একবার দুর্ঘটনার হাত থেকে বাঁচলো হাজার হাজার যাত্রী। মিলল স্বস্তি। বর্তমান যুগের সোশ্যাল মিডিয়া হল এমন এক ধরনের প্লাটফর্ম যেখানে নিজের কোনো ঘটনা বা আমাদের আশেপাশে কোন ঘটনা মুহূর্তের মধ্যে পৌঁছে দেওয়া যেতে পারে পৃথিবীর আ-নাচে-কা-নাচে। শুধুমাত্র যে প্রতিভা তুলে ধরা যায় এমনটা কিন্তু নয় । এর পাশাপাশি ছোটখাটো জীবনের মুহূর্তগুলো ক্যামেরাব-ন্দী করেও অনেক সময় বিভিন্ন মানুষ পৌঁছে গেছেন পৃথিবীর সর্বত্র । এর পাশাপাশি মানুষ রীতিমতো গৃহব-ন্দি । যার ফলে এ-কঘে-য়েমি গ্রা-স ক-রছে তাদের জীবনকে এবং সেটি কাটিয়ে তুলতে মূলত তারা মুখ গু-জে সোশ্যাল মিডিয়াতে ।





সোশ্যাল মিডিয়া অনেক সময় শিক্ষাক্ষেত্র হয়ে ওঠে আমাদের কাছে । অর্থাৎ এই মিডিয়াতে যে সব সময় রাজনৈতিক বা আলাদা কোন ধরনের ঘটনা দেখা যায় এমনটা কিন্তু নয় । এর পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক ভিডিও আমরা দেখতে পাই এই সোশ্যাল মিডিয়ার দরুন । আর এবার ঠিক সেরকমই একটি হলো । যেটি অবাক করে দিয়েছে নেট দুনিয়ার সমস্ত দর্শকদের। একই লাইনে দুটি ট্রেন দু-রন্ত গ-তিতে চলে আসার ধরুন প্লাটফর্মে সৃষ্টি হলো চ-রম আ-তঙ্ক । আসলে ঘটনাটি ঘটেছে একটু অন্যরকমভাবে ।





যে ভিডিওটি সম্প্রতি প্রকাশিত হয়েছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে আগে থেকে প্লাটফর্মে একটি লোকাল ট্রেন দাঁড়িয়ে ছিল । কিন্তু হঠাৎ করেই সেই লাইনে পিছন দিক থেকে আরো একটি লোকাল ট্রেন এসে উপস্থিত হয় । প্রথমে তার গতি যথেষ্ট বেশি ছিল । কিন্তু ধীরে ধীরে সে তার গতি কমাতে থাকে। মূলত প্রথম ট্রেনটি সময়ে নির্দিষ্ট সময়ে প্ল্যাটফর্ম না ছাড়ার দরুন এই ধরণের পরিবেশের সৃষ্টি হয়েছে তেমনটা মনে করছে অনেকে । আবার এমনটাও হতে পারে যে দ্বিতীয় ট্রেন নির্দিষ্ট সময়ের আগে প্লাটফর্মে ঢুকে গেছে যার দরুন এই ঘটনা ঘটেছে ।





তবে এই ঘটনা সচরাচর দেখা যায় না । এবং যদি কোন কারনে ট্রেনের গ-তিবেগ বেশি থাকত তাহলে ঘ-টে যে-তে পারত যে কোনো ধরনের বি-পদ । যেখানে দুটি ট্রেন এই রয়েছে বিপুল পরিমাণ যাত্রী । মুহূর্তের মধ্যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়া প্রতিটি আনাচে-কানাচে । এবং এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও সচেতন বার্তা প্রদান হয়েছে এমনটা বলা যেতেই পারে ।














