পাহাড়ের গা দিয়ে ভয়ঙ্কর বিপদজনক রাস্তা! তার ওপর দিয়ে দারুন গতিতে চলছে যাত্রী সমেত বাস! ঘটলো বিপত্তি! মুহূর্তে ভাইরাল ভিডিও।









নিজস্ব প্রতিবেদন :- আমাদের ভারতবর্ষে এমন বেশ কিছু বৈচিত্র্যময় রাস্তা রয়েছে যেগুলো সম্পর্কে আপনি জানলে বা সেই সমস্ত রাস্তার মধ্যে যদি আপনি পরিষেবা উপভোগ করার চেষ্টা করেন তাহলে আপনার গা শিউরে উঠবে এ কথা নিশ্চিত কারণ সংকীর্ণ রাস্তা মধ্য দিয়ে দুরন্ত গতিতে পারাপার করে সেখানে যাত্রী বোঝাই করা বিভিন্ন যানবাহন । পাশেই রয়েছে মরন খাদ । যদি কোনো কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তাহলে যাত্রী সমেত সেই যানবাহনগুলো সোজা খাদের নিচে পড়ে যাবে । তারপরে কি অবস্থা হবে তা আমাদের প্রত্যেকের জানা ।




কিন্তু সেই জায়গায় যদি বৃষ্টি পড়তে শুরু করে তাহলে প-রিস্থিতি আরও ভ-য়ঙ্কর হয়ে যায়। এবার সেই ভ-য়ঙ্কর প-রিস্থিতির একটি বাস্তব চিত্র ফুটে উঠল ইউটিউব এ। । পাহাড়ি এলাকা তে রাস্তা অত্যন্ত সঙ্কীর্ণ থাকে । তবুও যাতায়াত করার জন্য সেখানে যে সমস্ত যানবাহনগুলো চলাচল করে তারা অত্যন্ত ঝুঁকি নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেন ।তার পাশাপাশি কখনো কখনো দেখা যায় যে অতিরিক্ত যাত্রী বোঝাই করা বাস পাহাড়ের রাস্তা দিয়ে দুরন্ত গতিতে ছুটে চলেছে ।




এবার সেই চিত্র দেখা গেল একটি ভিডিওর মাধ্যমে ।কিন্তু এই পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে কারণ সেই পাহাড়ি এলাকাতে প্রবল পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে রাস্তার মধ্যে জমে ছিল জল ।তার ওপর দিয়েই যাত্রী বোঝাই করে দুরন্ত গতিতে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভাবে পারাপার করল একটি বাস । সম্প্রতি যে ভিডিওটি প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে সংকীর্ণ রাস্তার মধ্যে দিয়ে ব্যাপক পরিমাণে যাত্রী বোঝাই করে একটি বাস এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করছে । অথচ যাত্রীর মধ্যে কোনো রকম কোনো আতঙ্কের ছাপ নেই ।




যে সমস্ত পর্যটকরা সেই এলাকায় ঘুরতে গেছে তারা তাদের ক্যামেরা দিয়ে সেই মুহূর্তকে ক্যামেরাবন্দি করেছেন এবং পরবর্তী ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন । সেই ভিডিওগুলি শেয়ার হওয়া মাত্রই এতোখানি ভাইরাল হয়েছে যে আপনি দেখলেই বুঝতে পারবেন কত অল্প সময়ে দর্শকসংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে ।অবশ্য এ ধরনের ভিডিও সচরাচর দেখতে পাওয়া যায় না বলেই হয়তো মানুষ অতি আগ্রহের সাথে সে সমস্ত ভিডিও গুলি জানে এবং সেখান থেকে তথ্য সংগ্রহ করে ।











