এই বছরে এই প্রথমবার! রেকর্ড কমলো সোনার দাম, সোনা কিনতে হলে কিনে নিন আজই, রইল দাম!









নিজস্ব প্রতিবেদন :- এবার ক্রেতাদের জন্য সুখবর । কারণ থেকে প্রায় ১০ হাজার টাকা কমে গেল সোনার দাম । আমরা জানি যে বর্তমানের এই সমাজে অত্যন্ত মূল্যবান একটি ধাতব পদার্থ তার পাশাপাশি যেকোনো কাজের সাথে আমরা সোনার যোগ সূত্র করে থাকি । বিভিন্ন প্রবাদ বাক্যে আছে যে সোনার চামচ নিয়ে জন্মাই রাজপুত্র অর্থাৎ কোন জিনিসের মূল্য বোঝাতে আমরা তাকে সোনার সাথে তুলনা করে থাকি ।




সে অর্থে আপনি বুঝতেই পারছেন যে বাস্তব জীবন থেকে শুরু করে প্রবাদ বাক্যের অব্দি প্রভাব রয়েছে এই হলুদ ধাতুর তাহলে এটি কতখানি মূল্যবান হতে পারে। বিয়ে বাড়ি হোক বা যেকোনো ধরনের অনুষ্ঠান বাড়ি বা নিজের পছন্দমত সোনার গয়না তৈরি করে রাখতে পছন্দ করে অনেকে । কিন্তু যেহেতু এর দাম প্রচুর তাই সাধারণ মধ্যবিত্ত পরিবারের পক্ষে তেমনটা সম্ভব হয়ে ওঠে না । এবার থেকে হবে ।কারণ সম্প্রতি যে খবরটি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটা আপনি রীতিমত অ-বাক হবেন ।




কিছুটা আপনাদেরকে জানিয়ে রাখি এবং সেটা হলো যে রেকর্ড থেকে ১০ হাজার টাকা কমে গেছে সোনার মূল্য যার ফলে হাসি ফুটেছে সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষের মুখের । আমরা দেখেছিলাম যে গতবছর সোনার দামের বিপুল তারতম্য ঘটে ছিল ব্যা-পক হারে । কমে ছিল সোনার দাম । কিন্তু এই বছরের এই মাসের শুরুতে সোনার দাম পৌঁছে গিয়েছিল ৫০ হাজারের কাছাকাছি। ১০ গ্রাম সোনার দাম গতবছর আগস্ট মাসে পৌঁছে ছিল ৫৬,২০০ টাকায়, সোনার দাম সেই সীমাকেও চলতি বছরের মাঝামাঝি সময়ে থেকে শেষের দিকে ছড়িয়ে যাবে বলে ধারণা করেছিল একাংশ।




তবে সোনার দাম নিম্ন মুখের দিকেই গিয়েছে এই বছরে। এমসিএক্স সূচকে ১০ গ্রাম গোল্ড ফিউচার্সের দাম শুক্রবার কমে দাঁড়িয়েছে ৪৬,৮৬৫ টাকা। অন্যদিকে রুপোর দাম বেড়েছে খানিকটা। এক কিলো রুপোর দাম বেড়েছে ০.১৭ শতাংশ, বর্তমানে রুপোর নতুন দাম ৬৭,৮৪৫ টাকা।১০ গ্রাম সোনা বিশেষজ্ঞদের অনুযায়ী ৪৭,২০০ টাকায়। ৪৬,৩৬০ টাকায় পাচ্ছে সহায়তা।তবে এখনো বেশ কয়েকদিন সোনার দামের তারতম্য দেখা যেতে পারে এমনটা মনে করছেন বিশেষজ্ঞরা ।







