প্রায় ১০,০০০ টাকা সস্তা হয়ে গেলো সোনার দাম, রেকর্ড হারে পড়লো সোনার দাম, রইল ২২-২৪ ক্যারেট সোনার আজকের দাম









নিজস্ব প্রতিবেদন :- কোন অনুষ্ঠান বাড়ি হোক বা না হোক মূলত এই হলুদ ধাতুর প্রচলন গোটা ভারত বর্ষ জুড়ে লক্ষ্য করা যায় । বিয়েবাড়িতে যৌতুক হিসেবে সোনার গয়না উপহার দেয়ার প্রচলন আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকবো । আমরা দেখেছিলাম গতবছর লকডাউন এর সময় কি হারে বেড়ে গিয়েছিল সোনার দাম । সোনার দাম এর অতিরিক্ত মূল্য বৃদ্ধির জন্য রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছিল সোনা প্রেমীরা ।




তবে এবার তাদের মুখে হাসি ফুটতে চলেছে ।কারণ সম্প্রতি ব্যাপক হারে কমে গেল সোনার দাম ।আসুন আমরা জেনে নেবো কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে এই মুহূর্তে সোনার দাম কত। সপ্তাহের শুরুতে কিছুটা হলেও দাম বৃদ্ধি পেয়েছিল সোনা কিন্তু পুনরায় নিম্নগামী এই সোনার দাম । তাই খুশির আমেজ বইছে সোনা প্রেমীদের মনে আমাদের মধ্যে । এমন অনেকেই রয়েছেন যারা সোনার গয়না তৈরি করে রাখতে ভালবাসেন ।




তাদের জন্য এই খবরটি । আসুন আমরা দেখে নেবো যে বর্তমানে ২২ ক্যারেট ২৪ ক্যারেট সোনার দাম কত । আগে কথা ছিল এখন কত হলো যার ফলে আপনি খুব স্পষ্টভাবেই অনুধাবন করতে পারবেন যে কতখানি কমলো সোনার দাম । কলকাতার বাজারে আজ ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম হলো ৪৬৮৮ টাকা, যা আগে ছিলো ৪৭২৫ টাকা ।




৮ গ্রাম সোনার দাম ৩৭৪৯৬ টাকা, ১০ গ্রাম সোনার দাম ৪৬,৮৮০ টাকা, ১০০ গ্রাম সোনার গ্রাম ৪৬৮৮০০ টাকা৷কলকাতায় ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৪৭৮৭ টাকা, ৮ গ্রামের দাম ৩৮২৯৬ টাকা, ১০ গ্রামের দাম ৪৭৮৭০ টাকা, ১০০ গ্রামের দাম ৪৭৮৭০০ টাকা। আপনি যদি সোনার গয়না বা অন্য কোনো কিছু তৈরি করতে চান তাহলে এটাই সুবর্ণ সুযোগ আপনার জন্য ।











