রথযাত্রায় একসঙ্গে ঘুরছেন শ্রীময়ী এবং কাঞ্চন! শ্রীময়ীর পোস্ট করা ছবি থেকে মিলল প্রমাণ! তুমুল ভাইরাল ভিডিও।









নিজস্ব প্রতিবেদন :- আমাদের চারপাশে প্রতিনিয়ত কিছু না কিছু ঘটে চলেছে। যে সময় ইন্টারনেট ছিল না সেই সময় এই সমস্ত ঘটনা আমাদের কাছে পৌঁছতে অনেকটা বেশি সময় লেগে যেত। কিন্তু বর্তমানে তেমনটা হয় না,এখন আমরা অতি অল্প সময়ে বিভিন্ন স্থানের খবর পেয়ে যাচ্ছি স্মার্টফোনের মাধ্যমে। শুধুমাত্র দেশের খবর নয়, দেশের খবর ছাড়াও বিদেশের খবর আমাদের কাছে খুব সহজেই চলে আসছে। কোনো বিশেষ খবর পেতে এখন আর আমাদের কোনরকম অপেক্ষার সম্মুখীন হতে হয় না।




আমরা এখন খুব সহজেই হাতের মুঠোয় সমস্ত খবর পেয়ে যাচ্ছি। বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রতিনিয়ত কোন না কোন ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হচ্ছে। বেশ কিছু ভিডিও রয়েছে যেখানে সত্যি অসাধারণ প্রতিভার খোঁজ মেলে। এমন কিছু ভিডিও রয়েছে যা আমরা না দেখতে পারলে কোনদিন বিশ্বাসই করতাম না।আর এমন কিছু ভিডিও রয়েছে যা দেখলে হাসতে হাসতে মন খুশিতে ভরে ওঠে।




সোশ্যাল মিডিয়াতে বেশ একটিভ থাকতে দেখা যেত শ্রীময়ী কে কিন্তু কাঞ্চনের সঙ্গে নাম জড়ানোর পর থেকে তাকে খুব একটা একটিভ থাকতে দেখা যাচ্ছিল না। তবে আস্তে আস্তে তিনি তার ছন্দে ফিরছেন। তিনি সম্প্রতি বুধবার নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন যেখানে তার পরনে রয়েছে লাল রংয়ের একটি শাড়ি এবং তার গায়ে রয়েছে রুদ্রাক্ষের গহনা যোগিনী বেশে এই ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী এবং ইনস্টাগ্রামে সেই পোষ্টের ক্যাপশনে লিখেছেন “চোখে চোখে এত কথা মুখে কেন বলো না”। মুহুর্তের মধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি।
— Bengal News Media (@media_bengal) July 17, 2021











