সবচেয়ে বেশি বিদ্যুৎ খরচে, সবচেয়ে কম বিদ্যুৎ বিল, রইল গো’পন ব্যবহার পদ্ধতি!









নিজস্ব প্রতিবেদন :- এখন সময় পরিস্থিতি বা পরিবেশ সবকিছুই আমাদের হাতের মুঠোতে আমরা এতটাই উন্নত করতে পেরেছি যে মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় বা পৃথিবীর যে কোন জায়গাতে যোগাযোগ স্থাপন করতে পারি শুধুমাত্র একটা স্মার্টফোনের মাধ্যমে । যদি কোনো কারণে আমাদের গরম লেগে থাকে তাহলে আমরা ফ্যান চালাই । এটি আবিষ্কার হওয়ার ফলে মানুষ অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন । যদি কোন কারনে আমাদেরকে কোথাও যেতে হয় তাহলে আমরা বাইকের স্টার্ট দী । আধুনিকতার ছোঁয়া জীবনের প্রতিটি মুহূর্তে লেগে আছে আমাদের সাথে ।




তার পাশাপাশি গোটা দেশ তথা পৃথিবীজুড়ে বেড়েছে বিদ্যুতের ব্যবহার আগেকার যুগে । কিন্তু বিদ্যুতে ব্যবহার তেমন ভাবে প্রচলন ছিল না। কিন্তু যত দিন যাচ্ছে ততই বিদ্যুতের ব্যবহার বেড়ে চলেছে। নানান ধরন প্রাকৃতিক উপায়ে থেকে বিদ্যুৎ তৈরির প্রক্রিয়া নিয়ে গবেষণা চলছে কিছু ক্ষেত্রে মিলেছে সাফল্য । কিন্তু কখনো কখনো দেখা যায় যে এই সমস্ত জিনিসপত্রগু-লি ঘরের মধ্যে থাকার ফলে যে বিদ্যুতের বিল আসে তা আ-শ্চর্যজ-নক । অত্যধিক পরিমাণে বিদ্যুতের বিল আসে যে সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষের কপালে চি-ন্তার ভাঁ-জ সৃষ্টি । তাই আজকের এই প্রতিবেদনে কিছু সাধারণ উপায় বলব যেগুলো অবলম্বন করলে আপনার বিদ্যুৎ বিল অনেক অংশে কম আসবে । আসুন দেখেনি কি কি সেই উপায়ে।




১)ফ্রিজের চারপাশ ফাকা রাখুন এবং পিছনের দিকে থাকা কোয়েলকে প্রতিনিয়ত পরিষ্কার করুন । যাতে এয়ার সঞ্চালন হতে পারে সঠিকভাবে । তাহলে বিদ্যুতের বিল অনেকখানি কমে আসবে । তার পাশাপাশি কম সময়ের জন্য ফ্রিজের দরজা খুলে রাখুন ।এবং গরম করা খাবার ফ্রিজের মধ্যে না ঢুকিয়ে বাইরে ঠান্ডা করে তারপরে ঢুকানো ভালো । তাহলে বিদ্যুতের বিল অনেকখানি কমে আসবে।




২)আগেকার যুগের ফিলামেন্ট বাল্ব এর তুলনায় সিএফএল বাল্ব বিদ্যুৎ সাশ্রয়ী অনেকখানি । সিএফএল বাল্ব এ তুলনায় আরো বেশি বিদ্যুৎ সাশ্রয় এলইডি । বাড়িতে পুরনো বাল্ব থাকলে সেগুলো সরিয়ে ফেলে লাগিয়ে নিন এলইডি টিউব লাইট । তাহলে বিদ্যুতের বিল অনেকটা কম পড়বে ।




৩)যদি টিভি এসি ফ্রীজ ইত্যাদি রিমোটের সাহায্যে বন্ধ করে তাহলে সেটা স্ট্যান্ডবাই মোডে চলে যায় । তাই সবথেকে ভালো হবে সরাসরি সুইচ থেকে বন্ধ করে দেওয়া যায় । এতে বিদ্যুতের বিল কম খরচ হয়।




৪)আপনি ১৮ ডিগ্রি তাপমাত্রায় এসি চালালে যে পরিমাণ বিদ্যুৎ ক্ষয় হবে ২৪-২৫ ডিগ্রি তে এসি চালালে তার চেয়ে অনেক কম বিদ্যুৎ ক্ষ-য় হবে। তাই এসির তাপমাত্রা খুব কমাবেন না৷




৫)এখনকার যুগে অনেক ধরনের ব্যবস্থা আমাদের সামনে চলে এসেছে । যার ফলে এসেছে নেট ব্যাংকিং এর মতন সুবিধা এবং এর মাধ্যমে আপনি বাড়িতে বসে কিন্তু বিদ্যুতের বিল জমা করতে পারবেন। যদি আপনি এই গু-লির সাহায্য নিয়ে থাকেন তাহলে কিন্তু কিছুটা পরিমাণে ক্যাশব্যাক পাওয়া যায় বা নিশ্চিত ছাড় পাওয়া যায় ।এই ধরনের সুযোগগুলোকে কখনোই হাতছাড়া করবেন না তাহলে কিন্তু কিছুটা হলেও আপনার মাসিক খরচ থেকে কমতে থাকবে।











