আর কতদিন চলবে এমন বৃষ্টিপাত? জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর!











নিজস্ব প্রতিবেদন :- অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ইতিমধ্যে রাজ্যে প্রবেশ করে গেছে বর্ষা । যদিও এবারে বর্ষা প্রবেশ করতে কিছুটা দেরি হয়েছে । কিন্তু বর্ষার পরিমাণ অর্থ বৃষ্টির পরিমাণ আগের বারের তুলনায় যথেষ্ট পরিমান বেশি থাকবে বলে জানা যাচ্ছে । যার ফলে আবহাওয়া কিছুটা হলে আগের তুলনায় ঠান্ডা হবে । ইতিমধ্যে তার প্রভাব আমরা দেখতে পাচ্ছি । কারন রাজ্যের বিভিন্ন জায়গায় মেঘলা আকাশ করে রয়েছে ।তার পাশাপাশি বি-ক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে সেদিকে ব-জ্রবি-দ্যুৎ সহ বৃষ্টির ঘটনা লক্ষ্য করা যাচ্ছে কোথাও কোথাও ।





কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে এবং উত্তরবঙ্গে বেশ কয়েকটি জেলাতে ভারী থেকে অ-তি ভা-রী বৃষ্টির কথা জানিয়েছে হাওয়া অফিস ।শনিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ১৩ জুন রবিবার সকালের মধ্যে সবকটি জেলার কোনও না কোনও জায়গায় ব-জ্রবি-দ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ১৪ ও ১৫ জুন অর্থাৎ সোমবার নাগাদ ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি,





কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে। আগামী তিন থেকে চার দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।এছাড়া উত্তর ২৪ পরগনা দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হওয়া ।উপকূলবর্তী অঞ্চলে মৎস্য জীবীদের সমুদ্রের যাওয়া নি-ষেধাজ্ঞা জা-রি করেছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায় আগামী এক দিনে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ২৬ ডিগ্রী সেলসিয়াস এবং শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ৩১ ডিগ্রী সেলসিয়াস।





বৃষ্টির জে-রে কিছুটা তাপমাত্রা কমার সম্ভাবনা থাকছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়া নদিয়া মালদা মুর্শিদাবাদ বাংলাদেশ সংলগ্ন অঞ্চলগুলিতে বৃষ্টির পরিমাণ এক থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । এই নি-ম্নচা-প সম্পন্ন হতে না হতেই ফের আরও একটি নি-ম্নচা-প আসছে যেটি তৈরি হয়েছে মূলত রাজস্থান থেকে । এবং সেটি ধীরে ধীরে পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসছে । যার ফলে বৃষ্টির এই মুহূর্তে কা-টবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ।এখনও পরপর তিনদিন বৃষ্টির প্রভাব দেখা যাবে গোটা রাজ্যজুড়ে । এর পাশাপাশি যশ ঘূ-র্ণিঝ-ড়ের প্র-ভাবে যে সমস্ত অঞ্চলের বাঁ-ধ ভে-ঙ্গে গে-ছে সেই সমস্ত অঞ্চলে বাদ মেরামতি তৈরি করা কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছে সরকারের পক্ষ থেকে ।














