বিশ্বের সবচেয়ে সেরা সুন্দরী এই খুঁদে শিশুর কন্যার মেয়েটির আসল পরিচয় জানলে অবাক হবেন!









নিজস্ব প্রতিবেদন :- এমনটা মনে করা হয় যে মেয়ে মানেই সংসারে একটা বোঝা । বাবা মায়ের মাথা ব্যথার অন্যতম কারণ । কারণ বড় করার পাশাপাশি মেয়েদের নিরাপত্তা নিয়েও প্রতিনিয়ত দু-শ্চিন্তার মধ্যে থাকতে হয় প্রতিটি বাড়ির বাবা মা দের কে । তার পাশাপাশি বড় হয়ে গেলে কিভাবে বিয়ে দেবে সে ব্যাপারেও চিন্তাগ্রস্থ হয়ে পড়ে তারা । কিন্তু সম্প্রতি এই শিশু কন্যা প্রমাণ করে দিয়েছে যে কন্যা সন্তান কখনো সমাজের বোঝা বা দায় হতে পারে না বরং গর্বের কারণ হতে পারে।




এই সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা দেখেছি বিভিন্ন মানুষকে খবরের শিরোনামে উঠে আসতে । জনপ্রিয় হয়েছে অনেক অনামী বেনামী শিল্পীরা বা মানুষেরা । তবে এবার সম্প্রতিক ভাইরাল হলো এক ক্ষুদে কন্যা । ভাইরাল বললে ভুল হবে । বরং বিশ্বসুন্দরীর তকমা পেল একদম ঠিক শুনেছেন। তাঁর চোখ এবং হাসিতে কুপোকাত গোটা বিশ্বের প্রতিটি মানুষ । তাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা রত থাকে সাইবার দুনিয়ার প্রতিটি মানুষ ।




তার জন্য এমনকি তার বাবা-মা তার সোশ্যাল মিডিয়ার একাউন্ট সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছে । কারণ প্রতিনিয়ত যে হারে বেড়ে চলেছে তার অনুরাগী সংখ্যা তাতে প্রতিনিয়ত নতুন নতুন একাউন্ট খুলতে হচ্ছে তাকে নি য়ে জানতে ইচ্ছে করছে কে এই মেয়েটা ? তাহলে শুনুন । ২০১৬ সালের ১০ ই জানুয়ারি ইরানের ইসফাহান শহরে জন্ম হয় ‘অনাহিতার’। মাথায় কোকড়ানো চুল নীল চোখ মিষ্টি হাসিতে ভুবন ভুলিয়ে ছিল এই শিশু।




তার প্রথম ছবি ইনস্টাগ্রামে পোস্ট করা হয় ২০১৮ সালে। আর তারপরেই তার রূপে মুগ্ধ হয়ে যায় গোটা নেট দুনিয়া। ছোট বয়স থেকেই মেয়ের ফ্যান ফলোইং দেখে রীতিমত অবাক তার বাবা-মাও।জন্মের পরেই নিজের সৌন্দর্যের জন্য ভাইরাল হয়েছে সে। বিশ্বের সবথেকে সুন্দরতম শিশু হিসাবে আখ্যা পেয়েছে ইরানের ইসফাহান শহরের নিবাসী ওই শিশুটি যে কিনা পেছনে ফেলে দিয়েছে তাবড় তাবড় সুন্দরী নায়িকাদের।
— Bengal News Media (@media_bengal) July 27, 2021











