৪৯-এ পা দিলেন দাদা সৌরভ গাঙ্গুলি, স্বামীর জন্মদিনে দামী উপহার দিলেন স্ত্রী ডোনা, রইল ছবি!









নিজস্ব প্রতিবেদন :- সম্প্রতি দিন কয়েক আগেই 49 বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলী।বরাবর থেকেই জন্মদিনে বেশি কিছু আড়ম্বর পছন্দ করেন না মহারাজা। সাধারণ ঘরোয়াভাবে পরিবারের সাথেই দিনটি উদযাপন করতে ভালোবাসেন তিনি। শুধুমাত্র তাই নয় সর্বদা পরিবারের সাথেই জন্মদিনে থেকেছেন তিনি। যদিও জাতীয় দলের হয়ে যখন খেলতেন তখন ম্যানেজারসহ সতীর্থরা তার জন্মদিনের আয়োজন করতেন। সৌজন্যতার কারণে সেখানে কখনো না করেননি দাদা।লর্ডস টেস্টে অভিষেকে শতরানের পর ট্রেন্টব্রিজে দ্বিতীয় টেস্টে শতরান করেছিলেন।




অলরাউন্ডার পারফরম্যান্সের বিচারে সেরা হল সৌরভ গাঙ্গুলী। তবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন এক যুগ হয়ে গেল। কিন্তু এই একযুগ পরেও সমান জনপ্রিয়তা রয়েছে মহারাজার।বয়স যে তার কাছে শুধুমাত্র একটি সংখ্যা তারা বারবার প্রমাণ করে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দিন কয়েক আগেই হা-র্টের অ-সুখে আ-ক্রান্ত হয়েছিলেন তিনি। কিন্তু খুব দ্রুত সেখান থেকেও নিজেকে সারিয়ে তোলেন সৌরভ।




উনপঞ্চাশতম জন্মদিনে মধ্যরাতে পরিবারের সঙ্গে সেলিব্রেট করলেন দাদা সোশ্যাল মিডিয়ায় আসতে শুরু করেছে একাধিক শুভেচ্ছা বার্তা। সৌরভ এর মেয়ে সানা গঙ্গুলি আগে থেকেই বাবার জন্য কেক অর্ডার করে রেখেছিল। এছাড়াও ছিল নানান ধরনের উপহার এর আয়োজন।প্রথমেই যার সারপ্রাইজ ছিল তিনি হলেন সৌরভের অর্ধাঙ্গিনী ডোনা গাঙ্গুলির। ঘড়ির কাটায় ঠিক রাত ১২টা বাজতেই তিনি নিজের ইনস্টাগ্রামে হ্যান্ডেলে প্রকাশ করলেন সৌরভের জন্যে তাঁর তরফ থেকে দেওয়া উপহার।




সেটি ছিল ‘mi 11’ একটি স্মার্ট ফোন। ডোনার বক্তব্য অনুসারে,”সকাল থেকে প্রচুর মানুষ আসবেন শুভেচ্ছা জানাতে। দাদার অন্ধ ভক্ত রয়েছে কয়েকজন। তারাও আসবেন। কেক কাটা হবে এভাবেই দিনটা কেটে যাবে।আগে অনেক খাওয়া-দাওয়া হতো। তবে এখন খাদ্য তালিকা থেকে বাদ গিয়েছে চিকেন,মাটন। শুধু মাছ, শাক- সবজি খায় মহারাজ। তাও আবার খুব কম তেলে। এবারে জন্মদিন মাছ-ভাত দিয়েই পালিত হবে”।
— Bengal News Media (@media_bengal) July 11, 2021











