পে’ট্রোল ছাড়াই চলবে হিরোর এই নতুন বাইক, দামেও মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই!









নিজস্ব প্রতিবেদন :- গ্রাহক এবং পরিস্থিতির কথা মাথায় রেখে সম্প্রতি বাজারে নতুন একটি ইলেকট্রিক বাইক নিয়ে এলো হিরো । একদম ঠিক শুনেছেন যে হারে আমাদের দেশে পেট্রোলের দাম বৃদ্ধি পাচ্ছে তাতে সাধারণ মানুষের পক্ষে বাইরে বাইক নিয়ে বেরনো রীতিমতো দুঃ-সাধ্য ব্যা-পার হয়ে উঠছে। যার জন্য মানুষ এখন ইলেকট্রিক স্কুটার বা ইলেকট্রিক বাইক এর উপর নজর দিয়েছে বেশি পরিমাণে । এটি পরিবেশবান্ধব হয় যার ফলে শব্দ দূষণ বায়ু দূ-ষণ হয় না। তার পাশাপাশি বিদ্যুৎ চালিত গাড়ি তেলের দরকার পড়ে না সম্প্রতি নতুন একটি ইলেকট্রিক বাইক বাজারে নিয়ে এসেছে হিরো ।




এবার সমস্ত গ্রাহকদের কথা মাথায় রেখে এবং বর্তমান পরিস্থিতিতে পেট্রোল-ডিজেলের দাম মাথা রেখে জনপ্রিয় বাইক নির্মাণ কোম্পানি নিয়ে এলো বাজারে ইলেকট্রিক স্কুটার। আপাতত বাজারে এ ধরনের মডেল পাওয়া যাবে । এগুলি হল Optima-hx, Nyx-hx ও Photon-hx বাজার হোক বা অন্য যেকোনো ধরনের কাজ সেই সমস্ত কাজের জন্য উচ্চপ্রযুক্তি ক্ষ-মতাসম্পন্ন ইলেকট্রিক স্কুটার অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠবে আগামী দিনে বাজারে এমনটাই মনে করছে গাড়ি নির্মাণ সংস্থা । গাড়িপ্রস্ততকারী সংস্থার তরফে জানানো হয়েছে,




এই ইলেকট্রিক স্কুটারে ব্লুটুথ ইন্টারফেসের জন্য চার ধরনের অন ডিমান্ড স্মার্ট কানেক্টিভিটির ব্যবস্থা করা হয়েছে। যাতে যাবতীয় কাজ অত্যাধুনিক প্রযুক্তির হাত ধরে খুব সহজে সম্পন্ন হতে পারে। এ বিষয়ে Hero Electric-এর CEO সোহিন্দর গিল জানিয়েছেন, প্রতিটি ছোটখাটো ব্যবসাতেই একটি সুনির্দিষ্ট পরিবহন পরিষেবার প্রয়োজনীয়তা রয়েছে। বর্তমানে গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার বিষয়টিও মাথায় রাখতে হয় ছোটো-মাঝারি ব্যবসায়ীদের। এই পরিস্থিতিতে এই সিরিজের-এর নতুন গাড়ি অনেকটাই ফ্লেক্সিবল, মডিউলার ও ভার্সাটাইল।




যা গ্রাহকদের চাহিদা পূরণ করতে সক্ষম। স্কুটারটির লো রানিং কস্ট, হাই লোড-ক্যারিং ক্যাপাবিলিটি, ইন্টারসিটি রেঞ্জ আপনার নজর কা-ড়বে। রয়েছে স্মার্ট কানেক্টিভিটি ফিচারও। স্বল্প ব্যাটারি খরচায় পর্যাপ্ত পিক-আপ দিতে সক্ষম হবে এই বাইক। এই স্কুটির দাম ৫৭,৫০০ হাজার টাকা ধার্য করা হয়েছে এবং এ বিশেষ বৈশিষ্ট্য হলো একবার চার্জ দিলে এই স্কুটার টি ২০০ কিলোমিটার পর্যন্ত দৌড়াতে সক্ষম । কাজেই আজই আনুন এই ইলেক্ট্রিক স্কুটার ।











