এবার নিজের গর্ভের সন্তানকে ঘরে তুললেন অভিনেত্রী নুসরত, ভাইরাল হলো সেই ছবি, হইচই রাজ্যজুড়ে!









নিজস্ব প্রতিবেদন :- বাংলার অভিনয় জগতে নুসরাত জাহান মানে একাধিক বি-তর্ক তার পাশাপাশি প্রতিবাদী কন্ঠ । বাংলার অভিনয় জগতের পাশাপাশি তিনি একজন সাংসদ রাজনৈতিক জগতে রয়েছে কিছুটা অভিজ্ঞতা এবং ব্যা-পক জনপ্রিয়তা ২০১৯ এর লোকসভা ভোটে মানুষ তাকে সাংসদ রূপে পরিণত করেছে । বিভিন্ন সময় প্র-তিবাদী কন্ঠ আওয়াজ তুলতে দেখা গেছে নুসরাত জাহানকে । কিন্তু বর্তমান নুসরাত জাহান রয়েছে খবরের শিরোনামে ।শুধুমাত্র তার ব্যক্তিগত স-মস্যার কারণে । আর প্রতিনিয়ত এই ঘটনা থেকে উঠে আসছে এমন কিছু ধরনের তথ্য যা অবাক করে দিচ্ছে তার ভক্তদের কে।




নুসরাত জাহানের অন্তঃসত্বা হবার পর থেকেই ঘটনার জন্য তীব্র আকার ধারণ করেছে । কারণ নিখিল জৈন তার সন্তানের দায়িত্ব নিতে অস্বীকার করেছে । তার পাশাপাশি ও অনুরাগীরা এমনটা মনে করছিলেন যে সন্তানের বাবা হচ্ছে যশ দাশগুপ্ত । কিন্তু যশ দাশগুপ্ত সরাসরিভাবে জানিয়ে দেন যে তিনি এই সন্তানের বাবা তিনি নন । সেই অর্থে সিঙ্গেল মাদার হিসেবে স্বীকৃতি পেতে চলেছে নুসরাত জাহান । একাই স্বাবলম্বী ভাবে পিতৃপরিচয় ছাড়াই বড় করে তুলছে তার সন্তানকে । কিন্তু এবার নতুন অতিথি এল তার ঘরে । সাধারণভাবে অনুরাগীদের মনে প্রশ্ন আছে যে এই নতুন অতিথিকে?




সম্প্রতি নিজেই ইনস্টাগ্রামে এই সুখবর দিয়েছেন তিনি। তিনি তার ইনস্টাগ্রাম প্রোফাইল এর একটি বুমেরাং ভিডিও শেয়ার করে নতুন অতিথি আসার বার্তা দিয়েছেন। এই ভিডিওতে লেখা রয়েছে হোম।আবার এই হোম শব্দের O লেটারটিতে আছে পায়ের ছাপ, এই দুটি ছোট্ট পায়ে ইমোজি ব্যবহার করে লেখা রয়েছে ওয়েলকমিং। তবে এবার মনে প্রশ্ন উঠছে, অভিনেত্রী কাকে স্বাগত জানাচ্ছেন? যদিও এই ছবি দেখে মনে হচ্ছে যে তারকা সাংসদ একটি ছোট কুকুর ছানাকে দত্তক নিয়েছেন। তাকেই বাড়িতে স্বাগত জানিয়েছেন।




আমাদের মধ্যে এরকম অনেকেই আছেন যারা বাড়িতে কুকুর পুষে রাখতে অত্যন্ত বেশি পছন্দ করেন । এবং প্রতিনিয়ত তাঁরা আমাদের পরিবারের একটি অংশ হয়ে ওঠে । এবার সেই পথে হাঁটলেন নুসরাত জাহান ।তবে এত বিতর্কের মাঝে নুসরাত জাহান যে এত সাহসিকতার সাহায্যে এগিয়ে রয়েছে সামনে দিকে সেটা সত্যিই প্রশংসনীয় । কোনকিছুকেই তোয়াক্কা করেননি এবং নিজের মতন করে উপভোগ করছে মাতৃত্বকে।
— Bengal News Media (@media_bengal) July 8, 2021











