কেক কেটে প্রথম সন্তানের ৮ বছরের জন্মদিন পালন করলেন অভিনেত্রী শুভশ্রী! দারুন ভাইরাল হলো ভিডিও।









নিজস্ব প্রতিবেদন :- এবার প্রথম সন্তানের ৮ মাস পূর্ণ উপলক্ষে জন্মদিন পালন করল শুভশ্রী গাঙ্গুলী । আপনিও এমকনটা হয়তো ভাবছেন যে প্রথম এবং শেষ সন্তান হয়তো ইউভান চক্রবর্তী । তাহলে অন্য সন্তানটিকে । সেই অর্থে আপনাদেরকে জানিয়ে রাখি যে শুভশ্রী গাঙ্গুলী কিন্তু একটি সন্তান রয়েছে । আরেকটি সন্তান । এ কথা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেননা যারা জানেননা তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি।




এই মুহূর্তে শুভশ্রী গাঙ্গুলী কে কোন সিনেমাতে অভিনয় করতে দেখা না গেলেও ডান্স বাংলা ডান্সের মঞ্চে বিচারকের আসনে উপস্থিত থাকতে দেখা যাচ্ছে শুভশ্রী গাঙ্গুলী কে । তার সাথে সাথে আছে অভিনেতা জিৎ এবং বলিউডের অভিনেতা গোবিন্দ । সঞ্চালনার দায়িত্ব পেয়েছেন বিক্রম চ্যাটার্জী এবং অঙ্কুশ হাজরা । প্রতিনিয়ত হাসিখুশি ভাবে কেটেছে প্রতিটা এপিসোড ।




তার পাশাপাশি আমরা এমনটাও জানি যে শুভশ্রী গাঙ্গুলী বরাবরই হাসিখুশিভাবে থাকতে পছন্দ করেন । তাই প্রাণ খুলে হাসতে তিনি অত্যন্ত বেশি ভালোবাসেন । যদিও নেটিজেনরা অনেক সময় তার হাসি নিয়ে কটাক্ষ করেছেন । কিন্তু এই অভিনেত্রী ৮ মাস পূর্ণ উপলক্ষে নিজের সন্তানের জন্মদিন পালন করলো। সম্প্রতি শুভশ্রী গাঙ্গুলী তার পোষা কুকুর জিলাতো এর জন্মদিন পালন করল ।




কখনো কখনো দেখা যাচ্ছে যে ছোট্ট ছেলের সাথে খু-নসু-টি ভিডিও করতে আবার কখনো দেখা যাচ্ছে যে জন্মদিনের কেক কাটতে । একদমই ঠিক শুনেছেন বাকি বাকি সকলের জন্য যেমন ভাবে উদযাপন করা হয় জন্মদিন ঠিক তেমনভাবে তার পোষা কুকুরের জন্য জন্মদিন উদযাপন করলেন শুভশ্রী গাঙ্গুলী । যা দেখে মন ছুয়ে গেল নেটিজেনদের এবং প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন নেটিজেনটা । ইতিমধ্যে ভিডিওটি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় । ছড়িয়ে পড়েছে সর্বত্র । এসেছে অনেক মন্তব্য তার পাশাপাশি শুভশ্রী গাঙ্গুলী সেই ছবি শেয়ার করে লিখেছেন ভালোবাসি তোকে ।
— Bengal News Media (@media_bengal) July 20, 2021











