বাংলায় চালু হলো ৯ জোড়া ট্রেন, যে যে স্টেশন থেকে যাত্রা শুরু, দেখে নিন তালিকা!









নিজস্ব প্রতিবেদন :- প্রতিদিনই বেড়ে চলেছে এই ঘটনার রেশ এবং সাধারন মানুষের মনে একই ধরনের প্রশ্ন বারবার ঘোরাফেরা করছে প্রতিটি সাধারণ নিত্যযাত্রী অর্থাৎ যারা কর্মরত তাদের মনে বারবার উঠে যাচ্ছে একই প্রশ্ন । যার জেরে বিভিন্ন স্টেশনে বি-ক্ষোভের ঘটনা আমরা দেখেছি ইতিমধ্যে এবং কি ঘটনা সম্পর্কে আজকের প্রতিবেদন সেটা নিশ্চয়ই আপনারা অনুমান করতে পেরেছিলেন একদম ঠিক ধরেছেন ।এই মুহূর্তে আমরা প্রত্যেকেই এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি এবং ক-ঠিন প-রিস্থিতি কাটিয়ে সুস্থ স্বাভাবিক জীবনের স্বপ্ন দেখছি পুনরায় ।




দেশ এ দ্বিতীয়বারের মতো ল-কডা-উন চালু হয়েছে । এই লকডাউনে প্রথমে যেটি বন্ধ করে দেওয়া হয়েছে সেটি লোকাল ট্রেন । কারণ লোকাল ট্রেন চলাচল করলে প্রচুর মানুষের সমাগম ঘটবে ট্রেন এবং স্টেশনের মধ্যে । যার ফলে সংক্রমণ আরো তীব্র আকার ধারণ করতে পারে বলে অনুমান । তাই বন্ধ করে দেওয়া হয়েছিল রাজ্যের লোকাল ট্রেন । কিন্তু এই মুহূর্তে করোনা গ্রাফ যেহেতু নিম্নমুখী তাই লোকাল ট্রেন চালানোর পক্ষে সাওয়াল করছে বহু নিত্যযাত্রীরা । কিন্তু এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাছ থেকে তেমন কোন সংকেত মেলেনি । তবুও বিভিন্ন নিত্যযাত্রীদের কথা মাথায় রেখে পূর্ব রেল ইতিমধ্যে সোমবার থেকে ১৮ টি নতুন ট্রেন চালু করেছে রাজ্যের বুকে এবং ট্রেনের তালিকা নিম্নরূপ ।




১) ০৩৫০২ আসানসোল-হলদিয়া : ৫ জুলাই থেকে চলাচল শুরু (রবিবার ব্যতীত)।
২) ০৩৫০১ হলদিয়া-আসানসোল : ৫ জুলাই থেকে চলাচল শুরু (রবিবার ব্যতীত)।
৩) ০৩৫০৬ আসানসোল-দিঘা : ১১ জুলাই থেকে চলাচল শুরু (সপ্তাহ শুধু রবিবার)।
৪) ০২৩৮৪ আসানসোল-শিয়ালদহ : ৫ জুলাই থেকে চলাচল শুরু (রবিবার ব্যতীত)।




৫) ০২৩৮৩ শিয়ালদহ-আসানসোল : ৫ জুলাই থেকে চলাচল শুরু (রবিবার ব্যতীত)।
৬) ০৩৫০৫ দিঘা-আসানসোল : ১১ জুলাই থেকে চলাচল শুরু (সপ্তাহ শুধু রবিবার)।৭) ০৩৪২২ মালদহ টাউন-নবদ্বীপধাম : ৫ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)।
৯) ০৩১১৭ কলকাতা-লালগােলা : ৬ জুলাই থেকে চলাচল শুরু (মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার)।
১০) ০৩১১৮ লালগােলা-কলকাতা : ৭ জুলাই থেকে চলাচল শুরু (সােমবার, বুধবার, শুক্রবার, শনিবার)।




১১) ০৩০২৭ হাওড়া-আজিমগঞ্জ : ৫ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)।
১২) ০৩০২৮ আজিমগঞ্জ-হাওড়া : ৬ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)।
১৩) ০২৩৪৮ রামপুরহাট-হাওড়া : ৮ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)।
১৪) ০৩০০১ হাওড়া-সিউড়ি : ৮ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)।
১৫) ০৩০০২ সিউড়ি-হাওড়া : ৮ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)।




১৬) ০৩০১৭ হাওড়া-আজিমগঞ্জ : ৮ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)।
১৭) ০৩০১৮ আজিমগঞ্জ-হাওড়া : ৮ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)।
১৮) ০২৩৪৭ হাওড়া-রামপুরহাট : ৮ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)।











