ইনস্টাগ্রামে অভিনেত্রী শ্রীময়ীর মুখেই শুধুই প্রেমের গান! “কাঞ্চনের জন্য গাইছেন?” – প্রশ্ন করলেন নেটিজেনরা!









নিজস্ব প্রতিবেদন :- এই মুহূর্তে খবরের শিরোনামে দ-খল করে রয়েছে পিংকি ব্যানার্জি কাঞ্চন মল্লিক এবংশ্রীময়ী চট্টরাজের ত্রিকোণ প্রেমের সম্পর্ক । কিন্তু সমস্ত রকম গ্লানি বিতর্ক এবং আক্ষেপ কে দূরে রেখে আবার পুনরায় নিজের কাজে মন দিলেন পিংকি ব্যানার্জি । দিলেন সকলের উদ্দেশ্যে সুখবর । অভিনয় যাত্রা শুরু করেছিলেন তিনি মূলত ধারাবাহিক জগতের মাধ্যম দিয়ে এবং প্রতিটি চরিত্রকে তিনি এত সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পারেন যে সেই সমস্ত ধারাবাহিকে পিংকি চরিত্র প্রশংসিত সকলের কাছে ।




তাই আবার নিজের সেই পুরনো ধারাবাহিক জগতে ফিরতে চলেছেন পিংকি ব্যানার্জি। এতদিন ধরে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে কা-দা ছো-ড়াছু-ড়ি হলো যার ফলে তারও ভাবমূর্তির কিছুটা অবনতি ঘটেছে । কিন্তু তিনি মনে করেন যে যা কিছু আমার নয় সেটি আমি জোর করে পেতে পারি না । তাই নিজের ছেলে এবং ক্যারিয়ারকে নিয়ে অগোছালো জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নিতে প্রস্তুত পিংকি ব্যানার্জি ।




ছোট্ট ছোট্ট পায়ে সাফল্যের সিঁড়িতে এগিয়ে যেতে চান তিনি । তাই পুরনো গ্লানি বি-তর্ক বা না পাওয়ার আক্ষেপ কে মনে না করে শরীরের মধ্যে যাবতীয় নেগেটিভিটি কে দূরে সরিয়ে আগামী সাফল্যের দিকে হাত বাড়িয়েছেন পিংকি ব্যানার্জি । তাইতো পুনরায় ফিরছেন আবার অভিনয় জগতে বলাবাহুল্য ধারাবাহিক জগতে । অপরদিকে কাঞ্চন মল্লিক তখন নবনির্বাচিত বিধায়ক তাই এই অভিযোগ তার রাজনৈতিক জীবনের বড় কারণ হয়ে দাঁড়াতে পারে । স্বাভাবিকভাবে তিনি ঘটনাটি সম্পূর্ণ অস্বীকার করেন ।




আবার এইদিকে প্রেমের গানে ঠোঁট মিলিয়ে ইনস্টাগ্রাম রিল ভিডিও তৈরি করে তার অনুগামীদের সঙ্গে শেয়ার করে নিলেন শ্রীময়ী। এদিন গাড়িতে যেতে যেতে গলায় বাঘছাল উত্তরীয় জড়িয়ে বলিউডের প্রেমের গানে ঠোঁট মেলাতে দেখা গেল অভিনেত্রীকে। এরপরই নেটিজেনদের প্রশ্ন কার উদ্দেশ্যে এত প্রেম নিবেদন করছেন শ্রীময়ী। অভিনেত্রী নিজে এ নিয়ে মুখ না খুললেও নেটিজেনদের একাংশ মনে করছেন হয়তো ‘দাদা’ কাঞ্চন মল্লিকের উদ্দেশ্যেই প্রেমের বার্তা পাঠাচ্ছেন অভিনেত্রী গানে গানে।,আপনাদেরও কি তাই মনে হয়?
— Bengal News Media (@media_bengal) July 28, 2021











