ক্যামেরার সামনে দারুণ হ-ট পোজ, অভিনেত্রী মধুমিতার এই সুপার ভিডিও তুমুল ভাইরাল!









নিজস্ব প্রতিবেদন :- বাংলার অভিনয় জগতে উ-ষ্ণতার আরেক নাম হচ্ছে মধুমিতা সরকার । কারণ তার মেদহীন মা-রকা-টারি ফি-গার এখন মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়া সেন্সেশন হয়ে ওঠেন । ফ্যাশন সম্পর্কে রুচিবোধসম্পন্ন এই অভিনেত্রী ঘু-ম উ-ড়িয়ে দেয় তার ভক্তদের । যদিও অভিনয় জগতে প্রথম দিকে তার এমন অবস্থা ছিল না । কিন্তু প্রতিনিয়ত সময়ের সাথে সাথে তাল মিলিয়ে তিনি নিজেকে পরিবর্তন করেছে । পরিবর্তন এনেছে নিজের চাহিদার রুচিবোধ এবং শারীরিক গঠনে ।তাইতো প্রতিনিয়ত মধুমিতা সরকারের ফলোয়ারের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ।




মধুমিতা সরকার কে প্রথমবারের মতন দেখা গিয়েছিল বোঝেনা সে বোঝেনা ধারাবাহিকে পাখি চরিত্রে অভিনয় করতে । এর পাশাপাশি কুসুমদোলা ধারাবাহিকটি ও তাকে অভিনয় করতে দেখা গিয়েছিল । তবে ছোট পর্দা ছেড়ে তিনি পাড়ি দিয়েছিলেন বড় পর্দায়। ইতিমধ্যে করে ফেলেছেন তিনটি সিনেমা। একদমই ঠিক শুনেছেন । তাঁর প্রথম বড় পর্দার অভিনীত ছবি ছিল লাভ আজ কাল পরশু যেটা ২০২০ সালে অর্জুন এর বিপরীতে অভিনয় করেছিলেন তিনি । এর পাশাপাশি তার অন্যতম আরো দুটি ছবি হলো চিনি এবং টেংরা ব্লুজ ।




চিনি মূলত সংসারে মা এবং মেয়ের সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে । এবং টেংরা পু-লিস পাড়ার অবহেলিত অন্ধকারে ঢাকা প্রতিভা বান বাচ্চাদেরকে সামনের সারিতে তুলে আনার গল্প নিয়ে তৈরি হয়েছে এবং এই তিনটি সিনেমা তাকে জনপ্রিয়তার নিরিখে আরো উপরে তুলতে সাহায্য করেছে । এর পাশাপাশি অভিনেত্রী যথেষ্ট পরিমান সক্রিয় থাকলে সোশ্যাল মিডিয়াতে একথা আমরা প্রত্যেকে জানি। নানান ধরনের ফটো কোলাজ ভিডিও বা মাঝেমধ্যেই ধরা দেন তিনি । তবে সম্প্রতি পুনরায় আর একবার দেখা গেল তার হ-ট অ-বতার ।




একদমই ঠিক শুনেছেন ক্যামেরার সামনেই হ-ট অ-বতারে ধরা দিলেন অভিনেত্রী । আর তাতেই ঘু-ম উ-ড়ল তরুণ প্রজন্মের। বর্তমানে টলিউডের ফ্যাশন সেন্সেশন মানেই মধুমিতা সরকার। আর এবার মধুমিতা আনন্দলোকের হয়ে ফটোসেশান করলেন। আর সেই শ্যু-টিং এর কিছু ঝলক এক ভিডিও আকারে শেয়ার করলেন অভিনেত্রী। ভিডিওর কোথাও দেখা যাচ্ছে হলুদ লং ড্রেসে হি-মশি-ম খা-চ্ছে শ্যু-টিং এর টিম। আবার কোথাও হাসছেন অভিনেত্রী। আবার কখনো সাদা ক্রপ টপ আর ব্ল্যাক শর্টস পড়ে পোজ দিচ্ছেন মধুমিতা। ভিডিওর ব্যকগ্রাউন্ডে বাজছে ইংরেজী গান। অভিনেত্রীর ভিডিওটি সামনে আসার পর সকলেই মধুমিতার প্রশংসা করেছেন। মুহুর্তে ভাইরাল মধুমিতার পোস্ট করা এই শর্ট ভিডিওটি।
— Bengal News Media (@media_bengal) July 11, 2021











