ফ্ল্যাট এর ভেতরেই বিউটিশিয়ানদের সাথে মজা করলো ইউভান, ভাইরাল ভিডিও!









নিজস্ব প্রতিবেদন :- শুভশ্রী গাঙ্গুলী বাংলা অভিনয় জগতের জনপ্রিয় অভিনেত্রী সে কথা আমরা প্রত্যেকে জানি । তার পাশাপাশি বর্তমানে এখন ডান্স বাংলা ডান্সের মঞ্চে প্রধান বিচারকের আসনে দেখা যাচ্ছে তাকে । হাসিখুশি মিষ্টি এই নায়িকার অভিনয় দক্ষতা মানুষ অত্যন্ত পছন্দ হয় ।তাই তো বাকী সকল অভিনেত্রী তুলনায় অনেক এগিয়ে রয়েছে জনপ্রিয়তার নিরিখে । তবে সম্প্রতি একটি ঘটনা উঠে এসেছে যার মাধ্যমে আপনি নিজেও অবাক হয়ে পড়বেন একদমই ঠিক শুনেছেন।




বাংলার অভিনয় জগতে আছেন জনপ্রিয় অভিনেত্রী হলেন শুভশ্রী গাঙ্গুলী । অভিনয় ছাড়াও বিভিন্ন রিয়েলিটি শো বিজ্ঞাপনের শু-টিংয়ে মাঝে মধ্যেই তাকে বাড়ির বাইরে বেরোতে হয় । এর আগে কোন পিছুটান না থাকলেও গত বছর থেকেই পিছুটান সৃষ্টি হয়েছে । বাড়িতে ছোট্ট ছেলেকে ফেলে যেতে মন চায়না শুভশ্রী গাঙ্গুলীর । কিন্তু তবুও তিনি কাজের বা ক্যারিয়ার ব্যাপারে কোনো রকম আপস করার পক্ষে পক্ষপাতিত্ব নয়।




বেশ কিছুদিন আগে এমনটা শোনা যাচ্ছিল যে শুভশ্রী গাঙ্গুলী কে টিভির পর্দায় দেখতে পেয়ে বেজায় খুশি ছিল তার ছোট্ট ছেলে । কিন্তু দীর্ঘক্ষণ মাকে না দেখতে পাওয়ার ফলে কিছুটা হলেও তার মন খারাপ হয় । আর সেই ম-ন খা-রাপ শুভশ্রীর ভালো লাগেনা । তবে এবার আর বাড়িতে রেখে আসেনি শুভশ্রী গাঙ্গুলী তাকে । বরং শু-টিং সেটে নিয়ে চলে এসেছে তাকে ।




আর মেকআপ আর্টিস্ট এর সাথে জমিয়ে মজা করলো তার ছোট্ট ছেলে ইউভান । একদমই ঠিক শুনেছেন বন্ধুরা । সম্প্রতি ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে তার মায়ের অর্থাৎ শুভশ্রী গাঙ্গুলীর মেক-আপ আর্টিস্টের সাথে তুমুল আনন্দ মজা করছে । এবং সে সেখানে আসতে পেরেছে বেজায় খুশি সেটা তার চোখে-মুখে ফুটে উঠছে স্পষ্টভাবে ইতিমধ্যে তার ভিডিওটি ভাইরাল হয়েছেন এর মাধ্যমে।











