তুলসী পাতার এই ৪টি ফেসপ্যাকে উধাও হবে ত্বকের কালো ছোঁপ -দাগ সহ যাবতীয় সমস্যা!









নিজস্ব প্রতিবেদন :- প্রতিনিয়ত আমাদের এই জীবনযাত্রা তে এমন কিছু ধরনের ঘটনা ঘটে যেগুলো সৃষ্টি করে জীবনের বেশ কিছু স-মস্যা । যেমন ধরুন রোজকার এই ঘাম রোধ ধুলোবালির ফলে ত্বক রীতিমতো অপরিষ্কার হয়ে ওঠে । তার পাশাপাশি বিভিন্ন ধরনের স-মস্যা দেখা যায় যার । ফলে প্রতিনিয়ত অনুজ্জ্বল এবং দাগযুক্ত হয়ে যায় । কিন্তু সেগুলো দূর করার জন্য হয়তো বাজারে অনেকগু-লি নামি দামি ক্রিম রয়েছে ।




তাতে রয়েছে কেমিকেলের ব্যবহার । যার ফলে প্রতিনিয়ত কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করার ফলে আপনার ত্বক অদূর ভবিষ্যতে গিয়ে আরো অনুজ্জ্বল হয়ে যেতে পারে । এর হাত থেকে রেহাই পাওয়ার একটি উপায় রয়েছে সেটি হচ্ছে ঘরোয়া পদ্ধতি । ঘরোয়া যদি কিছু টিপস আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ত্বক আগের মতনই ঝলমলে হয়ে উঠবে । তার অন্যতম একটি উপাদান হচ্ছে তুলসী পাতা।




আমাদের বাড়ি প্রত্যেকের মধ্যেই একটা তুলসী গাছ থেকেই থাকবে । এটি হিন্দু ধর্মে সংস্কৃতিতে পরে । তুলসী গাছ পাওয়া খুব একটা কঠিন নয় । এই তুলসী গাছের থেকে এই চারটি ফেসপ্যাক যদি আপনি প্রতিনিয়ত ব্যবহার করেন কিভাবে তৈরি করে ।




১)তুলসী পাতার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বকের গভীরে গিয়ে কাজ করে এবং ত্বককে আরও ঝলমলে করে তোলে । তাই প্রতিদিন রাত্রে বেলায় শুতে যাওয়ার আগে তুলসী পাতা বেটে মুখের মধ্যে হিসেবে ব্যবহার করুন।




২)ত্বকের মধ্যে যদি কোন কারণে ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস এর সমস্যা হয়ে থাকে তাহলে ব্যবহার করতে পারেন । তুলসী পাতা মুলতানি মাটির সাথে সামান্য পরিমাণ লেবুর রস এবং তুলসী পাতা যোগ করে ফেস প্যাক হিসেবে যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু ত্বক থেকে ব্ল্যাকহেডস দূর হয়ে যাবে অনায়াসে।




3) ব্রনর সমস্যা নেই এমন মানুষ পাওয়া কঠিন। এক্ষেত্রে চন্দন বাটা ও গো’লাপ জলের সাথে তুলসী পাতার রস মিশিয়ে একটি পেস্ট তৈরী করে ব্রন আ’ক্রান্ত ত্বকে লাগান। ব্রণের হাত থেকে চটজলদি মিলবে রে হায় ।




4)আপনি যদি দাগহীন ত্বক পেতে চান তাহলে তুলসী পাউডারের সাথে হলুদ গুড়ো এবং লেবুর রস একসাথে মিশিয়ে ত্বকে লাগান। এরপর শুকিয়ে গেলে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন।











