পরনে একদম স্ব’ল্প-স্বচ্ছ পোশাক, ছাদের ওপরে উঠে বৃষ্টিতে ভিজেই উ-দ্দা’ম নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও!









নিজস্ব প্রতিবেদন :- আমরা এর আগে দেখেছি গান না নাচ করে খবর শিরোনামে উঠে আসতে বহু সাধারণ মানুষকে । এ ঘটনা নতুন কিছু নয় অন্তত এই বর্তমান প্রজন্মের কাছে । কারণ বর্তমান প্রজন্মের সেই সুযোগ এনে দিয়েছে সোশ্যাল মিডিয়া । সোশ্যাল মিডিয়া আমাদেরকে এমন এক নতুন পথ খুলে দিয়েছে । যার মাধ্যমে আমরা আমাদের প্রতিভাকে তুলে ধরতে পারি গোটা পৃথিবীর মানুষের কাছে ।




এবং কখনও কখনও সেই সমস্ত প্রতিভা গুলি মানুষের এতটাই ভাল লেগে যায় যে মুহূর্তের মধ্যে সে মানুষটি চলে আসে লাইমলাইটে কেন্দ্রবিন্দুতে । তেমনি হলো এই যুবতীর সাথে । বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ একটি জনপ্রিয় গান নয়া দমন ব্যা-পক ভাবে উঠে এসেছে খবরের শিরোনামে । গানটি প্রথমবারের জন্য ব্যবহার করা হয়েছিল বাংলাদেশ একটি বিয়ে বাড়িতে । তার পরে হঠাৎ করে কেমন জানি ভাইরাল হয়ে যায় গোটা দুনিয়াতে ।




তার পর প্রথম সারির বিভিন্ন অভিনেতা-অভিনেত্রী গায়ক-গায়িকা এমনকি সাধারণ মানুষেরা এই গানের সাথে কোমর দুলিয়ে উঠে এসেছে খবরের শিরোনামে । অর্থাৎ আপনি বলতে পারেন যে এই গানের সাথে যে সমস্ত ব্যক্তিরা নৃত্য পরিবেশন করেছেন তারা প্রত্যেকেই ভাইরাল হয়েছেন । ঠিক তেমনি ভাইরাল হলো এই যুবতী । কিন্তু বাকি সকলে থেকে তার নাচের ভঙ্গিমা আলাদা ছিল ।




সম্প্রতি এক যুবতী নিজের বাড়ির ছাদের মধ্যে এই গানের সাথে নৃত্য পরিবেশন করেছেন । কিন্তু সেদিনকার আবহাওয়া বা পরিবেশ অন্যান্য দিনের মতোই ছিল না। বরং বৃষ্টি ভেজা অবস্থায় গোলাপি রঙের একটি চুড়িদার পড়ে ওই যুবতী বাড়ির ছাদের মধ্যে নয় দমন গানটি সাথে অসম্ভব সুন্দর ভাবে নৃত্য পরিবেশন করেছেন । তার নাচের ভঙ্গি দেখে সকলেই কুপোকাত । তার পাশাপাশি তিনি মনের ভাব কে আলাদা মাত্রা নিয়ে গিয়ে প্রকাশ করেছে । তাই তো সেই ভিডিওটি এখনো অব্দি প্রায় ১.৮ মিলিয়ন মানুষ দেখে ফেলেছে ।











