চলন্ত ট্রেনে দারুণ কায়দায় যুবকের থেকে মোবাইল ছি-নি’য়ে নিয়ে পা-লা’লেন যুবতী, ভাইরাল ভিডিও!









নিজস্ব প্রতিবেদন :- চু-রি বা ছি-নতাই ঘটনা আজকের নতুন নয় বহু যুগ আগে থেকেই ঘটনা ঘটে চলেছে । তাই আমাদের বাড়ির মা-বাবারা যখন আমরা বাইরে যায় তখন যে কথাটি সবথেকে বেশি আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন সেটি হল সাবধানতা । রাস্তাঘাটে বেরোলে বাড়ির গুরুজনেরা বারবার যে কথাটি বলেন সেটি হল যে মোবাইল ফোন মানিব্যাগ ইত্যাদি যেন নিজের দায়িত্বে রাখা হয় । কারণ আশেপাশে এরকম অনেক মানুষ রয়েছে যাদের মা-নসিকতা খুব নি-চ এবং তারা সুযোগ বুঝেই যেকোনো জি-নিস চু-রি করে নিতে পারে আপনার থেকে ।




এই ঘটনা প্রমাণ পাওয়া গেল সম্প্রতি আরো একবার। আর এই সমস্ত ঘটনাবলি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের চোখের সামনে ভেসে ওঠে বলেই হয়তো আমরা প্রতিদিন সজাগ হয়ে উঠছি এবং শিক্ষা নিচ্ছি সেই সমস্ত ঘটনা গু-লি থেকে । যাতে ভবিষ্যতে আমাদের সাথে সেই ধরণের কোনো ঘটনা না ঘটে । কিন্তু সম্প্রতি যে ঘটনাটি দেখা গেল সেটি রীতিমতো আশ্চর্যজনক এবং যথেষ্ট অ-বাক করার মতন ।




আমরা যারা ট্রেনে যাতায়াত করি তারা হয়তো এই ঘটনার সাথে ভালো রকম ভাবে মিল খুঁজে পাবেন । কারণ সম্প্রতি যে ঘটনাটি দেখা গেছে সেটা নিতান্তই একটি ভয়ঙ্কর ঘটনা । সেখানে দেখা যাচ্ছে যে একটি যুবক ট্রেনের ভেতর থেকে জানালা দিয়ে তার নিজস্ব মোবাইল ক্যামেরার মাধ্যমে বাইরে প্রাকৃতিক দৃশ্য ক্যামেরাব-ন্দি করছিলেন । কিন্তু সেই ট্রে-নের গ-তিবেগ অত্যন্ত কম ছিল । কারণ ট্রেনটি সবেমাত্র প্ল্যাটফর্ম থেকে ছেড়েছে বা প্ল্যাটফর্মের দিকে যাচ্ছে । আর সেই সময়ে ঘটে গেল এই দু-র্ঘটনা ।




ভিডিওতে দেখা যাচ্ছে যে এক মহিলা রেল লাইনের উপর দাঁড়িয়ে রয়েছে । এবং তার মানসিকতা মোটেও ভাল ছিল না । অর্থাৎ যেহেতু ট্রেনের গ-তিবেগ খুব কম ছিল এবং ওই যুবক জানলা দিয়ে ক্যামেরাব-ন্দি ক-রছিলেন । তাই মোবাইলটি ছি-নিয়ে নেওয়ার প-রিকল্পনা করছিলেন বাইরে থাকা ঐ মহিলাটি । কিন্তু তিনি বিফলে যান । আগে থেকে যুবকটি সেটি বুঝতে পেরে যাওয়াতে তৎক্ষণাৎ মোবাইলটি ট্রেনের ভেতরে ঢুকিয়ে নেয় । যার ফলে বেঁচে যায় তার মোবাইল।











