লাগবে শুধু মাধ্যমিক পাশের সার্টিফিকেট, ভারতীয় এই বিভাগে নিয়োগ করা হবে কয়েক হাজার কর্মী, রইল আবেদন পদ্ধতি!









নিজস্ব প্রতিবেদন :- দেশের সাধারণ যুবকরা রীতিমতো চেয়ে বসে আছে যে কখন কোন চাকরির বিজ্ঞপ্তি বেরোবে এবং তার আবেদন করে একটা সুন্দর চাকরি পাবে । কিন্তু তেমন ভাবে কোন বিজ্ঞাপন প্রকাশিত হয় না । তবে সম্প্রতি হল এবং এই বিজ্ঞাপনে বিপুলসংখ্যক শূন্যস্থান পদের নিয়োগ জারি করা হয়েছে। যার ফলে দেশের কিছুটা বেকারত্বের সংখ্যা কমবে এমনটা অনুমান করা যেতে পারে। সম্প্রতি সার্বোডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড ৬৫৯টি জুনিয়র ড্রাফ্টসম্যান পোস্টে নিয়োগ করছে। এবং আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আসুন জেনে নেই এর সম্পর্কে বিস্তারিত তথ্য ।




পদের নাম:- জুনিয়র ড্রাফ্টসম্যান (সিভিল) :- যেখানে শূন্যপদের সংখ্যা ৫৮৮টি
২) জুনিয়র ড্রাফ্টসম্যান (মেকানিক্যাল):- যেখানে শূন্যপদের সংখ্যা ১৩টি
৩) জুনিয়র ড্রাফ্টসম্যান (আর্কিটেকচার) :- যেখানে শূন্যপদের সংখ্যা ৫৮টি ।




শিক্ষাগত যোগ্যতা:-জুনিয়র ড্রাফ্টসম্যান( মেকানিক্যাল) পদের জন্য শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, সাথে পাঞ্জাবি ভাষা জানা বাধ্যতামূলক। কোনও ITI থেকে দুই বছরের ড্রাফ্টসম্যান মেকানিক্যাল সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক ।




জুনিয়র ড্রাফ্টসম্যান (আর্কিটেকচার ) পদের জন্য যোগ্যতা, আবেদনকারীদের তিন বছরের আর্কিটেকচারাল অ্যাসিস্ট্যান্টশিপ ডিপ্লোমা কোর্স করা হতে হবে।
বয়সের সময়সীমা:- আবেদনকারীকে ১৮ থেকে ৩৭ বছর বয়সের মধ্যে হতে হবে।




আবেদন ফি:- জেনারেল কাস্ট এর জন্য হাজার টাকা ধার্য করা হয়েছে ।তফসিলি জাতি, উপজাতি, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির ক্ষেত্রে – ২৫০ টাকা । প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে – ২০০ টাকা । প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে – ৫০০ টাকা




মাসিক বেতন:-মাসিক বেতন 25 হাজার টাকা থেকে শুরু হবে বলে জানা যাচ্ছে তবে একবার আবেদনের টাকা জমা দেওয়ার পর যদি কোনো কারণে আবেদন ফরম বাতিল হয়ে যায় তাহলে কিন্তু সেই মূল্য আর ফেরত পাওয়া যাবে না ।




আবেদন প্রক্রিয়া :- আবেদন শুরু হবে ৮ জুলাই ২০২১ থেকে এবং শেষ হবে ২২ শে জুলাই ২০২১ এর মধ্যে ।তবে আগ্রহী প্রার্থীদেরকে বারবার অনুরোধ করা হচ্ছে সম্পূর্ণ বিষয়টি তাদের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে পড়ার পর তবেই তারা যেন আবেদন করে। তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি হল https://sssb.punjab.gov.in ।











