জরুরি টাকার প্রয়োজনে একদম কম দামে বিক্রি হচ্ছে আবাসন, রইল যোগাযোগের ঠিকানা সহ মোবাইল নাম্বার!









নিজস্ব প্রতিবেদন :- জন্ম পর থেকেই আমাদের মূলত যে বিষয়গু-লি নিয়ে সং-গ্রাম ল-ড়াই চলে তার মধ্যে অন্যতম প্রধান একটি বিষয় হল বাসস্থান । আমরা প্রতিনিয়ত একে অপরের সাথে লড়াইয়ে লিপ্ত হয়ে শুধুমাত্র দু’মুঠো ভাতের জন্য এবং একটা পাকা বাড়ির জন্য বা বাসস্থানের জন্য কিন্তু বর্তমান প্রজন্মের একটা সুন্দর বাড়ি খুঁজে পাওয়া আর ভগবানের দেখা পাওয়া একই ব্যাপার । কারণ প্রতিটি বাড়িতে কিছু না কিছু খারাপ দিক থেকে থাকে যেগুলিকে প্রকাশ্যে না এনে প্রতিনিয়ত ঠকাচ্ছে বাড়ির মালিকরা । কিন্তু আজকের এই প্রতিবেদনের যে বাড়িটির কথা বলতে চলেছি সেটি সম্পূর্ণ রকম ভাবে আধুনিক ডিজাইনে তৈরি। তার পাশাপাশি এই বাড়িতে কোন রকম কোন খারাপ দিক নেই অর্থাৎ কোনো -খামতি নেই ।




আমাদের প্রত্যেকেরই ইচ্ছা থাকে যে জীবনে প্রতিষ্ঠিত হবার পর নিজের মনের মতন একটা সুন্দর বাড়ি তৈরি করা কিন্তু কখনো কখনো সেটা হয়ে ওঠে না । তার অন্যতম প্রধান মূল কারণ হচ্ছে টাকাপয়সা তার পাশাপাশি সময় । এখনকার যুগে মানুষের কাছে এতটা সময় নেই যে নিজে দাঁড়িয়ে থেকে বাড়ি তৈরি করাবে । তাই বিভিন্ন কন্ট্রাকটারদের হাতে বাড়ি তৈরীর কাজ তুলে দিতে হয় । যার ফলে সেই সমস্ত ঠিকাদাররা কম মাল ব্যবহার করে অধিক টাকা নিয়ে নেই বাড়ির মালিকের কাছ থেকে । কিন্তু যদি এমনটা হয় যে আপনি যেমন বাড়ি চাইছেন ঠিক তেমনি বাড়ি মিলছে তাও আবার স্বল্পদামে তাহলে ব্যাপারটা কেমন হয় । ঠিক তেমনি একবারে সন্ধান পাওয়া গেছে তেতুলতলা গড়িয়াতে ।




সম্প্রতি যে বাড়িটির কথা প্রকাশ্যে উঠে এসেছে যেখানে একটি দুতালা সাজানো-গোছানো ফ্ল্যাট বিক্রি হবে। জরুরী ভিত্তিতে টাকা প্রয়োজন হওয়ায় সাজানো-গোছানো দুতলা ফ্ল্যাটটি খুব কম দামে বিক্রি করা হবে। বাড়িটি থেকে মেট্রো স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার দূরে।অর্থাৎ আপনি এমন টা বুঝতে পারছেন যে যোগাযোগ ব্যবস্থা নিয়ে কোনো রকম কোনো সমস্যা হবে না বাড়ির দুই পাশে রয়েছে পাকা রাস্তা তার পাশাপাশি রয়েছে জল নিকাশের ব্যবস্থায় এমনকি বাড়িতে জল এবং বিদ্যুতের কোনো রকম কোনো সমস্যা নেই তাই বড় সংখ্যা বিশিষ্ট ফ্যামিলি এখানে অনায়াসে থেকে যেতে পারবে ।




ফ্ল্যাটের ভিতর ড্রইং খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে। প্রতি ইউনিটে তিনটে করে বেডরুম, একটি ড্রয়িং রুম,একটি ডাইনিং রুম ,দুটি বাথরুম এবং দুটি বেলকনি রয়েছে। পুরো ফ্লাটটি খুব সুন্দর করে ফার্নিচার দিয়ে সাজানো হয়েছে। এবং ফ্লোর টাইলস করা আছে। বাথরুম গুলোতে উন্নত সিরামিকসের তৈজসপত্র স্থাপন করা হয়েছে। যা দেখতে অনেক সুন্দর।এবং আপনি জানলে অবাক হবেন এই বাড়িটি সম্পূর্ণ দাম রাখা হয়েছে মাত্র ৩৭ লক্ষ টাকা একদমই ঠিক শুনেছেন ৩৭ লক্ষ টাকা দিয়ে আজ কালকের মতন দিনে এত সুন্দর বাড়ি পাওয়া রীতিমতো দুঃসাধ্য ব্যাপার । তাই এই সুযোগটি হাতছাড়া করবেন না । যদি আপনি একটি সুন্দর বাড়ির সন্ধানে থেকে থাকেন ।











