শ্রাবন্তীকে বাড়িতে ডেকে এনে বেবি বা’ম্প দেখাচ্ছেন নুসরত, ভাইরাল ভিডিও











নিজস্ব প্রতিবেদন :- প্রায় বেশ কিছুদিন ধরে চর্চায় রয়েছেন অভিনেত্রী নুসরাত জাহান। প্রথমত এক মাসের অ-ন্তঃস-ত্ত্বা তিনি।এর ওপর আবার দিন কয়েক আগে ইনস্টাগ্রাম পোস্ট এর মাধ্যমে তিনি নিজের বিয়ে কেও অস্বীকার করে দিয়েছেন। যার ফলস্বরুপ এই পরিস্থিতিতে পেজ থ্রির পাতা সরগরম এই অভিনেত্রীকে নিয়ে।প্রসঙ্গত চলতি বছরের শুরু থেকেই নুসরাত এবং অভিনেতা যশ দাশগুপ্তর সম্পর্ক নিয়ে জ-ল্পনা শুরু হয়ে গিয়েছিল। যদিও এক ব্যক্তিগত সাক্ষাৎকারে এই সম্পর্ককে সম্পূর্ণরূপে অস্বীকার করে দিয়েছিলেন যশ।





এমনকি নুসরাতের সাথে তার নাম জড়ানোয় বেশ ক্ষু-ব্ধ হ-য়েছিলেন তিনি। কিন্তু এখন আচমকাই নুসরাতের বিবাহ কে অস্বীকার করা এবং অ-ন্তঃস-ত্ত্বা হওয়ার খবরে আবারো শিরোনামে চলে এসেছেন যশ দাশগুপ্ত। ঘনিষ্ঠ মহলে জ-ল্পনা চলছে নুসরাতের সন্তানের পিতা কে কেন্দ্র করে। কারণ অভিনেত্রীর স্বামী নিখিল স্পষ্ট জানিয়ে দিয়েছেন নুসরাতের গর্ভে থাকা সন্তান তার নয়। তাই অনেক নেটিজেনরা মনে করছেন হয়তো এই সন্তানের পিতা যশ দাশগুপ্ত।





এমনকি গোপন সূত্রের খবর থেকে জানা গিয়েছে নুসরাতের সাথে যশকে এক বিছানায় দেখার পর থেকেই নিখিল এবং নুসরাত এর মধ্যে সম্পর্কের অ-বনতি ঘ-টে। এমনকি এক সময় স্ত্রীর বিরূপতায় অনেকটাই ডি-প্রে-শনে চলে গিয়েছিলেন নিখিল।সম্প্রতি আবারও দিন কয়েক আগে এক ইনস্টাগ্রাম পোষ্টের মাধ্যমে নিজের বিবাহ কে অস্বীকার করেছেন নুসরাত জাহান। এই পরিস্থিতিতে আ-চম-কাই নুসরাতের বেবি বাম্প এর ছবি প্রকাশ্যে এল ভক্তদের কাছে।





ভাইরাল সেই ছবিতে দেখা যাচ্ছে নুসরাতের পাশে দাঁড়িয়ে রয়েছেন এক অজ্ঞাত পরিচয় মহিলা এবং অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নুসরাতের বালিগঞ্জের ফ্ল্যাটেই সম্ভবত এই ছবিটি তোলা হয়েছে এমনটাই মনে করছেন নেটিজেনরা। এখনো পর্যন্ত বিশেষ কোন প্রতিক্রিয়া না পাওয়া গেলেও মুহূর্তের মধ্যেই নেটদুনিয়ায় নুসরাতের এই ছবি ভাইরাল হয়ে গিয়েছে। নুসরাতের অনুরাগীদের কাছে এই ছবিটি অত্যন্ত খুশির খবর হিসেবে ধরা দিয়েছে। কিন্তু নেটিজেনরা ইতিমধ্যে ক-টাক্ষ করতেও শুরু করে দিয়েছেন নায়িকাকে। নুসরাতের সন্তানের ভবিষ্যত পিতার নাম কি হবে তা নিয়ে জ-ল্পনা ক্রমশ বেড়েই চলেছে।














