গ্যাস ওভেন ও বার্নার একদম ঝকঝকে, চকচকে করার দারুন একটা গোপন কার্যকরী ট্রিকস, যা অনেকেই জানেনা!









নিজস্ব প্রতিবেদন :- দেখুন আমরা প্রতিনিয়ত আমাদের দৈনন্দিন জীবনের সুস্থ স্বাভাবিক ভাবে কাজ করার জন্য বিভিন্ন যন্ত্রপাতি বা জিনিসপত্র ব্যবহার করে থাকি । এবং তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো গ্যাস । একদম ঠিক শুনেছেন যাবতীয় উন্নতিসাধনের ফলে আমরাঅনেক ধরনের যন্ত্রপাতি বা আসবাবপত্র ব্যবহার করতে শিখেছি তাদের মধ্যে অন্যতম একটি হলো গ্যাস ওভেন । কিন্তু যদি এই গ্যাস এ জমে থেকে নোংরা তাহলে উপায় কি ।




দীর্ঘদিন ধরে একই জায়গাতে তেল মশলা ইত্যাদি খাবার রান্না করার ফলে সেগুলোই নোংরা জমে যায় । এবং দীর্ঘদিন ধরে নোংরা জমে থাকার ফলে সেটি দেখতে অত্যন্ত খারাপ লাগে । তাই ভালো হবে যদি আপনি বাড়িতে বসে সেই সমস্ত ধুলোবালিতে পরীক্ষার করে নিতে পারেন অনায়াসে । কিভাবে করবেন জানাবা আজকের এই প্রতিবেদনের মাধ্যমে ।




গ্যাসের বার্নার পরিষ্কার করার ক্ষেত্রে প্রথমে সেটিকে সাবান এবং স্ক্রাবার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে । যাতে তার মধ্যে কোন নোংরা জমে না থাকে। এরপর গরম জলে কয়েক ফোঁটা ভিনিগার দিয়ে তার মধ্যে গ্যাস বার্নার দুটি চুবিয়ে রাখুন। তারপর ব্রাশে একটু ডিটারজেন্ট নিয়ে গ্যাস বার্নার দুটি ঘষতে থাকুন, মুহুর্তের মধ্যে গ্যাস বার্নার পরিষ্কার হয়ে যাবে ।




যদি কোনো কারণে বার্নার এর ভিতরে নোংরা জমে থাকে তাহলে সেটি পরিষ্কার করার অভিনব এক পদ্ধতি হলো ভিনিগার বা বেকিং সোডা । ভিজে বারবার এর উপর আপনাকে প্রথমে বেকিং সোডা দিয়ে দিতে হবে । পরিষ্কার কাপড় ও ঠান্ডা পানি দিয়ে চুলা ও বার্নার ধুয়ে ফেলুন। পরিষ্কার কাপড় বা কিচেন টিস্যুর সাহায্যে চুলা ও বার্নার মুছে নিন। এবং এই পদ্ধতি গুলি তৈরি আপনি অনায়াসে পরিষ্কার করে নিতে পারবেন গ্যাসের বার্নার ।











