রোগা হবার জন্য অনেক ক-ষ্ট করছেন অভিনেত্রী শুভশ্রী, জিমে গিয়ে করছেন শরীরচর্চা, ভাইরাল ভিডিও!









নিজস্ব প্রতিবেদন :- মোটা রোগা শরীরের একটি অংশ । যে কোন মানুষ যে কোন মুহূর্তে নিজের শরীরের পরিবর্তন ঘটাতে পারে । শুধুমাত্র ক-ঠিন প-রিশ্রম দিয়ে এবং একাগ্রতা দিয়ে । একদমই ঠিক শুনেছেন কোন মোটা ব্যক্তি ক-ঠোর প-রিশ্রম করে রো-গা হয়ে যেতে পারে । আবার কোন রোগা ব্যক্তি সঠিক খাবার দাবার খেয়ে নিয়ম মাফিক জীবন যাপন করলে সুস্বাস্থ্যবান হতে পারে কিন্তু তার জন্য যে কটাক্ষ করতে হবে সেটি নিতান্তই মেনে নেওয়া যায় না বর্তমান সমাজে । আর তেমনই ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত শুভশ্রী গাঙ্গুলীর সাথে ।




এই মুহূর্তে শুভশ্রী গাঙ্গুলী কে দেখা যাচ্ছে ডান্স বাংলা ডান্সের বিচারকের আসনে । নানান ধরনের নাচ হাসি মজা ঠাট্টা নিয়ে কেটে যাচ্ছে তার প্রতিটা সময় । তার পাশাপাশি গত বছর তিনি জন্ম দিয়েছিলেন ছোট্ট একটি পুত্র সন্তানের এবং বাকি সময়টা তার কেটে যায় তার সন্তানকে নিয়ে । তার সন্তানের নানান ধরনের ভিডিও মজার আনন্দের মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করে শেয়ার করেন তা সোশ্যাল মিডিয়াতে । যেখান থেকে প্রতিনিয়ত বৃদ্ধি পায় তার জনপ্রিয়তা তবে বেশ কিছুদিন আগে অব্দি শুভশ্রী গাঙ্গুলী কে প্রতিনিয়ত কটূক্তির শিকার হতে হতো।




কারন সন্তান জন্ম দেবার পর অধিক পরিমাণে মেদ জন্মে ছিল তার শরীরে যার ফলে শারীরিক পরিবর্তন ঘটেছিল বিপুল পরিমাণে। তাই নেটিজেনরা তাকে ক-টাক্ষ ক-রতে শু-রু ক-রে এবার কাউকে কোনো রকম কোনো জবাব না দিয়ে বরং নিজের শরীরকে পরিবর্তন করলেন শুভশ্রী গাঙ্গুলী । রোগা হওয়া যায় কতটা কঠিন সেটি দেখা যাচ্ছে তার এই ভিডিওতে । কারণ সম্প্রতি শুভশ্রী গাঙ্গুলী ছবি বলাবাহুল্য শেয়ার করেছেন সেখানে তাকে দেখা যাচ্ছে জিম করার পর রীতিমতো ভিজে যাওয়া অবস্থায় ।




একদমই ঠিক শুনেছেন সম্প্রতি যে ভিডিওটি শেয়ার করেছেন শুভশ্রী গাঙ্গুলী সেটি জিম থেকে আসার পর করা হয়েছে এমন টা আপনি দেখলেই বুঝতে পারবেন । তার পাশাপাশি মুখ পুরো লাল হয়ে গেছে এর থেকে আপনি বুঝতে পারবেন যে কত কত পরিশ্রম করেছে অভিনেত্রী শুধুমাত্র নিজের শরীরকে সুস্থ স্বাভাবিক এবং সুগঠিত রাখার জন্য ইতিমধ্যে তার ভিডিওটি অনুরাগী মহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।











