রাজের কাঁধে চেপে ‘বাবা বাবা’ ডাক ছোট্ট ইউভানের, অবাক বাবা রাজও,ভাইরাল ভিডিও!











নিজস্ব প্রতিবেদন :- গতবছর ল-কডা-উন চলাকালীন সময়ে মা হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।তারপর থেকেই পর্দার জগতকে অনেকটাই দূরে সরিয়ে রেখেছেন তিনি। বর্তমানে তার সারাটা সময় কাটে এই একরত্তি সন্তানকে নিয়ে।শুভশ্রী নিজেও সোশ্যাল মিডিয়ায় তার পোষ্টের মাধ্যমে জানিয়েছিলেন সারাটা দিন তার কখন কেটে যায় তিনি নিজেই বুঝতে পারেননা।





খুব দ্রুত বড় হয়ে উঠছে তাদের একমাত্র সন্তান ইউভান। কিছুদিন আগেই হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে হাঁটাচলা করতে শিখেছে খুদে শিশুটি। তারপর থেকেই যেন রাজশ্রী জুটির আর আনন্দ ধরে না।নিজেদের সন্তানকে চোখের সামনে বড় হতে দেখার আনন্দ যে অনেক আলাদা তা ভাল করেই বুঝেছেন তারকা দম্পতি। তাইতো শত ব্যস্ততার ফাঁকেও ছেলেকে সময় দিতে ভোলেন না রাজ—শুভশ্রী।





সোশ্যাল মিডিয়াতেও ছেলেকে নিয়ে নানান ধরনের ভিডিও ও ছবি শেয়ার করে থাকেন তারা। যেমন সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ইউভান বাবা রাজ চক্রবর্তীর কাঁধে চেপে বসে রয়েছে। শুধুমাত্র তাই নয়, প্রথমবার রাজকে বাবা বাবা বলে ডেকে উঠছে এই খুদে শিশুটি। ইউভানের এই কর্মকাণ্ড দেখে রীতিমত অবাক হয়ে গিয়েছেন নেট দুনিয়ার বাসিন্দারা। মুহূর্তের মধ্যেই এই ভিডিও ইন্টারনেট জগতে ভাইরাল হয়ে গিয়েছে। চাইলে আপনারাও এই ভিডিওটি দেখে আসতে পারেন।ভাইরাল এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই একটি ছোট মন্তব্যের মাধ্যমে জানাতে ভুলবেন না।














