ল’ক’ডাউনে ঘরে বসে রুক্সিনির ভাইজির সাথে দারুণ কায়দায় খেলছে অভিনেতা দেব, ভাইরাল ভিডিও!











নিজস্ব প্রতিবেদন :- বাংলার অভিনয়জগতে দীপক অধিকারী মানেই এক সাহায্যের হাত । দীপক অধিকারী মানে যেকোন বি-পদে ভগবানের দূত হয়ে সামনে উপস্থিত হওয়া মানুষরূপী ভগবান তার পাশাপাশি দায়িত্ববান একজন সাংসদ । এছাড়াও অভিনয় জগৎ থেকে যদি আমরা লক্ষ্য রাখি তাহলে দীপক অধিকারী মানে বাংলার অভিনয় জগতে বিশ্ব দরবারে তুলে ধরার অদম্য প্রচেষ্টা ।





অগ্নি শপথ সিনেমা মাধ্যমে অভিনয় জগতে তার পদার্পণ ঘটে । কিন্তু সেই ছবিটি বাণিজ্যিকভাবে তেমন সফল হতে পারেনি। যার ফলে জনপ্রিয়তা লাভ করতে পারেনি দীপক অধিকারী ।তার পরবর্তী ছবি আই লাভ ইউ সিনেমা তে ব্যা-পকভাবে কাম ব্যাক করে দীপক অধিকারী। তারপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। ‘পরাণ যায় জ্বলিয়া’ রে চ্যালেঞ্জ চাঁদের পাহাড় সহ একাধিক ছবিতে অভিনয় করে জয় করে নিয়েছেন এই বাংলার দর্শকদের মন ।





তার পাশাপাশি শা-সকদলের হাত ধরে বেশ কয়েক বছর আগে রাজনীতিতে পদার্পণ করেন তিনি । এবং এখন বর্তমানে তিনি একজন বাংলা দায়িত্ববান সাংসদ । তাই মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের হয়ে কাজ করাটা তাদের নৈতিক কর্তব্য ।এবং সেই কর্তব্য দীপক অধিকারী কে বারবার নিষ্ঠার সাথে পালন করতে দেখা গেছে । ল-ক-ডাউন এর সময় কোন পরিযায়ী শ্রমিক কে বাড়ি ফেরানো হোক বা দুঃ-স্থ ব্যক্তিদের খাবার প্রদান করা হোক সব একা হাতে করেছেন এই দীপক অধিকারী তাইতো বর্তমানে বাংলার মানুষের চোখে তিনি একজন ভগবান ।





বাচ্চাদের সাথে মেলামেশা করতে খুব পছন্দ করেন তিনি । আর তারই একটি বাস্তব রূপ দেখা গেলো এই ভিডিওতে । রুক্মিণী মৈত্র ভাইজির সাথে খু-নসুটি ভিডিও দেখা গেল সম্প্রতি । সেখানে দেখা যাচ্ছে জেতার ভাইজি পড়াশোনা করছে না ঠিকঠাক মতন । তাই দীপক অধিকারী তাকে বলেছেন যে ঠিকঠাক মতন পড়াশোনা করতে ।এরপর সেই ভাইজি দীপক অধিকারী অর্থাৎ দেবের সাথে কিছুটা হলেও খু-নসু-টি করতে শুরু করে । সেই পুরো ঘটনাটিকে ক্যামেরাবন্দি করেছেন রুক্মিণী যা পরবর্তী ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে এসে উপস্থিত হয়েছে ।














