মা মেয়ের যুগলবন্দী নৃত্য দেখে মুদ্ধ অভিনেতা জিৎ, অবাক হয়ে করলেন প্রণাম, ভাইরাল ভিডিও!









নিজস্ব প্রতিবেদন :- গান নাচের মাধ্যমে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করে থাকি সবথেকে বেশি । শুধুমাত্র এই দুটি মাধ্যম রয়েছে এমনটা কিন্তু নয় । এর পাশাপাশি আরও বিভিন্ন মাধ্যম রয়েছে মনের ভাব প্রকাশ করার জন্য সেটি অভিনয় হতে পারে কবিতা হতে পারে আঁকা হতে পারে বা আবৃত্তি ও হতে পারে । তবে এখনকার যুগে ছেলেমেয়েরা বেশির ভাগ ক্ষেত্রে নাচ এবং গান এর মাধ্যমে মনে ভাব প্রকাশ করছে । যার ফলে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে বেড়ে চলেছে তাদের জনপ্রিয়তা ।




হঠাৎ করেই লাইম লাইটের কেন্দ্রবিন্দুতে চলে আসতে দেখা যাচ্ছে বিভিন্ন তরুণ-তরুণীদের কে এবার ডান্স বাংলা ডান্সের মঞ্চে ঘটে গেল এমন এক ধরনের ঘটনা যা অ-বাক হয়ে দেখলো সকলে । আমরা জানি যে জি বাংলা অনুষ্ঠিত হবার ডান্স বাংলা ডান্স একটি নাচের রিয়েলিটি শো এবং এই রিয়েলিটি শোতে বিভিন্ন প্রতিযোগিতা দের প্রতিভা তুলে ধরেন বিচারকদের সামনে । এবং বিচারকদের আসনে উপস্থিত রয়েছে বলিউডের বিখ্যাত অভিনেতা গোবিন্দ বাংলার অভিনেতা জিত এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী ।




এই রিয়েলিটি শোয়ের সঞ্চালনার দায়িত্ব পড়েছে অঙ্কুশ হাজরা এবং বিক্রম চট্টোপাধ্যায় উপর । তবে সম্প্রতি এই ডান্স বাংলা ডান্সের মঞ্চে যুগলবন্দি অবাক হয়ে দেখতে থাকলো সমস্ত দর্শকরা। নাচ বা গানের কোন বয়স থাকে না অর্থাৎ আপনি আপনার ইচ্ছে মতন বয়স অনুযায়ী যেকোনো বয়সে গান করতে পারবেন বা নাচ করতে পারবেন। সেই অর্থে ডান্স বাংলা ডান্সের মঞ্চে এক প্রতিযোগী উপস্থিত হয়েছেন যার নাম অহনা এবং চাঁদনী ।




তারা একসাথে এসে উপস্থিত হয়েছে। তার মেয়ে যার নাম চাঁদনী ও মা এর নাম অহনা । অহনা এবং চাঁদনী যুগলবন্দি দেখে রীতিমত অ-বাক অভিনেতা জিত । জনপ্রিয় একটি হিন্দি গান সাত সমুদ্র গানের সাথে অসম্ভব সুন্দর ভাবে নৃত্য পরিবেশন করেছেন মা এবং মেয়ে এবং তাদের যুগলবন্দি দেখে রীতিমত অ-বাক হয়েছেন সেই ফ্লোরে উপস্থিত থাকা সমস্ত দর্শকেরা। এমনকি নেটদুনিয়া সকল মানুষেরা । তাদের নাচের প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা জিৎ ।











