পদ্মার জলে জাল ফেলতেই ঝাকে ঝাকে উঠলো বড় তাজা জ্যান্ত ইলিশ, ভাইরাল ভিডিও!









নিজস্ব প্রতিবেদন :- যেহেতু পশ্চিমবঙ্গে অধিকাংশ বাঙ্গালীদের বসবাস তাই পশ্চিমবঙ্গের বাজারে মাছের চাহিদা থাকবে এমনটাই স্বাভাবিক । শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় তার পাশাপাশি গোটা ভারতবর্ষে জুড়ে রয়েছে মাছের বিপুল চাহিদা । এবং কখনও কখনও কোন কোন মাছ আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে আমদানি করা হয় যেমন ইলিশ মাছ । আমরা জানি যে ইলিশ মাছ সাধারনত নোনা জলের মাছ হয়ে থাকে । এটি মূলত পদ্মা নদীতে চাষ করা হয় । পদ্মা তে প্রচুর পরিমাণে ইলিশ মাছের চাষ হয়ে থাকে । সেই মাছ জল থেকে তুলে ভারতে রপ্তানি করা হয় ।




সকলের মনে এমন একটা প্রশ্ন থেকেই থাকে যে ইলিশ মাছ কিভাবে ধরে সেটি দেখার জন্য । কিন্তু সেই সুযোগ আর তেমনভাবে হয়ে ওঠে না কারোর পক্ষে । তবে এবার দেখা গেল এই ভিডিওর মাধ্যমে । তাইতো আমরা বারবার বলি যে সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে এমন এক ধা-রালো হা-তিয়ার যার মাধ্যমে আপনি বা আমি জানতে পারবো পৃথিবীর যেকোন প্রান্তে ঘটে যাওয়া যেকোন মুহূর্তের ঘটনা । এবং সেই সমস্ত ঘটনাগুলো খুব অল্প সময়ের মধ্যেই আমাদের সামনে উঠে আসে বলে আমরা সেই সমস্ত বিষয় সম্পর্কে অবগত থাকতে পারি ।যেমন টা জানতে পারলাম ইলিশ মাছ ধরা সম্পর্কে।




সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই ভাইরাল হতে দেখি আমরা । কখনও বাচ্চার শিশুসুলভ আচরণ ত কখনো আবার হঠাৎ করে গান গেয়ে রানু মন্ডল এর ভিডিও । হাসি-কা-ন্না রা-গ অ-ভিমান সমস্ত কিছুর মিশ্রিত মাধ্যম হচ্ছে এই সোশ্যাল মিডিয়ায় । তাই সোশ্যাল মিডিয়া আমাদের ব্যস্ততম এই জীবনের সাথে জড়িয়ে পড়েছে ওতপ্রোতভাবে এমনটা বললে খুব একটা ভুল হবেনা।




সম্প্রতি একটি ভিডিও প্রকাশিত হয়েছে ইউটিউবে সেখানে দেখা যাচ্ছে দুই মাঝি বা জেলে নৌকা পদ্মা নদীতে পাড়ি দিয়েছে । তার কারণ ইলিশ মাছ ধরবে বলে । তারপর সে ভিডিও দেখা যাচ্ছে যে নৌকো থেকে দুই জেলে জাল ফেলেছে পদ্মা নদীতে এবং কিছুক্ষণ পর যখন সেই জাল তার ওপরের দিকে তুলে ধরেছে তখন দেখা যাচ্ছে যে সেই জালে আ-টকা প-ড়েছে অনেকগু-লি ইলিশ মাছ । ইলিশ মাছ ধরার সরাসরি দৃশ্যটি ভাইরাল হয়েছেন এর মাধ্যমে ছড়িয়ে পড়েছে সর্বত্র এসেছে অনেকখানি মন্তব্য।











