আবারও নিম্নচাপের প্রভাবে আগামী তিন দিন ধরে এই জেলাগুলিতে হতে পারে তুমুল বৃষ্টি! জানালো আবহাওয়া দপ্তর।









নিজস্ব প্রতিবেদন :- সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চারপাশের অনেক খবর পাওয়া যায়। দরকারি তথ্য ও এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাওয়া খুব ই সহজ হয়ে গেছে। এইসব খবর পেয়ে মানুষ অনেক উপকৃত ও হচ্ছে। আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন খবর ও এখন ঘোরাঘুরি করে সোশ্যাল মিডিয়ায়।




অত্যধিক গরম এর পরে ঘূ-র্ণিঝ-ড় যশ এর জেরে কিছুদিন আবহাওয়া বেশ ঠান্ডা ছিল। তবে তারপরেই আবার শুরু হয়ে যায় প্র-চন্ড গরম। তবে আগামী কিছুদিন আবার বৃষ্টিপাত এর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ভারতে বর্ষা আসার কথা ছিল জুন মাসের ৩ তারিখে।




সে তারিখেই বর্ষা এসেছে। তবে বর্ষা এখন উত্তরবঙ্গে রয়েছে। পশ্চিমবঙ্গে বর্ষা আস্তে এখনো বেশ কিছুদিন দেরি আছে। তাই এই বৃষ্টিপাত কখনোই বর্ষার বৃষ্টিপাত নয়। কলকাতা, নদীয়া, বীরভূম, বর্ধমান প্রভিটি জেলায় বৃষ্টিপাত এর সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাত এর পরেই আবার গরম পড়বে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর।











