কারা কারা পাবেন ঐক্যশ্রী-ওয়াসিস-বিবেকানন্দ স্কলারশিপের টাকা, চেক করুন বাড়ি বসেই এভাবে!









নিজস্ব প্রতিবেদন :- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের প্রতিটি মানুষের জন্য একাধিক প্রকল্প জারি করেছে এবং সে প্রকল্পের আওতায় এসে সাধারণ মানুষের বহু উপকার হয়েছে একথা আমরা প্রত্যেকে জানি । যেমনঃ দূর দূরান্ত থেকে আসা ছেলেমেয়েদের যাতে স্কুলে যেতে কোনো রকম কোনো অসুবিধা না হয় তার জন্য সবুজ সাথী প্রকল্প চালু করেছিলেন । যার মাধ্যমে একটি নতুন সাইকেল দেওয়া হতো রাজ্যের সমস্ত পড়ুয়া দের ।।তার পাশাপাশি রূপশ্রী কন্যাশ্রী ইত্যাদি স্কলারশিপের টাকা প্রদান করে থাকে ।




কিন্তু কখনো কখনো দেখা যায় অন্যান্য বাকি সকল একাউন্টে টাকা ঢুকলে অনেকের একাউন্টে টাকা ঢুকছে না । তার জন্য অতি অবশ্যই আপনাকে চেক করে নিতে হবে যে আপনার এই মুহূর্তে পরিস্থিতি কোন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এবং এটি চেক করতে হবে সম্পূর্ণ অনলাইনে মাধ্যমে । ঐক্য শ্রী প্রকল্প:- ঐক্য শ্রী প্রকল্পের টাকা এখনো যদি আপনার অ্যাকাউন্টের না থেকে থাকে তাহলে আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন ।




তারপর রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে চেক করতে পারেন যে এই মুহূর্তে স্ট্যাটাস কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে । কতদূর পর্যন্ত ভেরিফিকেশন হচ্ছে ।এবং যাবতীয় তথ্য গুলি যদি আপনার স্ট্যাটাসে যদি লোট নম্বর এর দেখা মেলে তাহলে জেনে রাখুন খুব শিগগিরই আপনার ব্যাংকের একাউন্টে টাকা চলে আসবে ঐক্য শ্রী প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইট টি হল https://serv2.wbmdfcscholarship.org/main/track_appli1




Oasis Scholarship – এই স্কলারশিপে SC/ST/OBC প্রতিটি জাতির প্রত্যেক ছাত্র ছাত্রী আবেদন করতে পারেন।যদি আপনি এই স্কলারশিপে আবেদন করেছেন। কিন্তু এখনো টাকা পাননি, তাহলে আপনি Status চেক করে দেখে নিতে পারেন যে আপনার আবেদন এপ্রুভ হয়েছে নাকি বাতিল করা হয়েছে।Oasis Scholarship অফিসিয়াল ওয়েবসাইটটি হল https://oasis.gov.in/apps/portal/students/track_status.bcw ।




রূপশ্রী প্রকল্প :- এই প্রকল্পের আওতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে রাত যায় যে সমস্ত অভিভাবকেরা তাঁদের মেয়ের বিয়ে দিতে চিন্তায় পড়ে যাচ্ছেন তাদের জন্য এই প্রকল্পটি । প্রতিটি রাজ্যের ছাত্রীদেরকে বিয়ের সময় ২৫ হাজার টাকা অনুদান দেবে রাজ্য সরকার সম্পূর্ণ বিনামূল্যে । কোনরকম কোন ঝামেলা ছাড়াই এবং শর্তসাপেক্ষে তারা বলেছে অতি অবশ্যই মেয়ের বয়স ১৮ বছর হতে হবে এবং ছেলের বয়স ২১ বছর হতে হবে ।




তারপর নির্দিষ্ট ফর্ম স্থানীয় কোন বিডি অফিসে জমা দিতে হবে । Kmc অর্থ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন থেকে সেটি ভেরিফাই হবার পর আপনার একাউন্টে টাকা চলে আসবে । বিয়ের ৩০ দিন থেকে ৬০ দিন আগে ফর্ম ফিলাপ করতে হবে এবং এটি জীবনে প্রথম বিয়ে হতে হবে । এর অফিসিয়াল ওয়েবসাইটটি হল https://wbrupashree.gov.in/admin/searchapplicant_public/Search_by_applicant_id/











