এ কি কান্ড! ম-দের দোকানে ঢুকে বোতল খুলে ম-দ খাচ্ছে একটি হনুমান! ঝ’ড়ের বে’গে ভাইরাল ভিডিও।









নিজস্ব প্রতিবেদন :- পৌরাণিক মতে এমনটা মনে করা হয় যে আমাদের মনুষ্য প্রজাতির উদ্ভব ঘটেছে হনুমান প্রজাতি থেকে । অর্থাৎ বিবর্তনের মাধ্যমে আদিম যুগের মানুষেরা ক্রমশ মানুষের পরিণত হয়েছে । আদিম যুগের মানুষের চেহারার বৈশিষ্ট্য বর্তমান যুগে অনেক হনুমান এর বৈশিষ্ট্য মতন ।তাই বর্তমান যুগে মানুষ যদি সূরা প্রেমিক হতে পারেন তাহলে একটা হনুমান কেন পারে না । এবার সেই চিত্র দেখা গেল প্রকাশ্যে।




সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের জিনিস ভাইরাল হতে দেখি । যদি হনুমানকে নিয়েই বলতে হয় তাহলে মনটা বলা যেতেই পারে না কিছুদিন আগে আমরা এই হনুমান সম্পর্কিত বিভিন্ন ভিডিও দেখেছিলাম যেখানে আমরা দেখেছিলাম যে একটি হনুমান বাড়ির যাবতীয় কাজকর্ম করে দিচ্ছেন । তার পাশাপাশি আমরা দেখেছিলাম যে একটি হনুমান তার বাড়ির মালিকের সাথে বাজারে গিয়ে বাজার করে দিচ্ছে ।




সব কিছু ঘটনায় আমাদেরকে অবাক করে তুলেছিল ঠিক কথা কিন্তু এই ঘটনাটি আরও অতিরিক্ত মাত্রায় অবাক করে তুলল । কারণ এবার হনুমান দেবদাস হয়ে গিয়ে পাড়ি দিল ম-দের দো-কানে এবং একাই সাফ করে দিল একটি ম-দের বো-তল। সোশ্যাল মাধ্যমে এই ভিডিওটি এখন তুমুল ভাইরাল হয়েছে । যেখানে দেখা যাচ্ছে যে একটি হনুমান ম-দের দো-কানে এসে এক বো-তল ম-দ একাই শেষ করে দিতে পারছে ।




যদিও স্থানীয় এলাকার মন্তব্য এমনটাই যে একদিন সেই দোকানের পাশে কয়েক ফোঁটা ম-দ পড়ে গিয়েছিল । যেটি খে-য়ে ফেলেছিল সেই হনুমানটি । তারপর থেকে নাকি দোকানে আশেপাশে সেই হনুমানকে দেখা যায় । দীর্ঘ ল-কডা-উনে যেখানে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে ম-দ কেনার জন্য অপেক্ষা করে সেখানে হনুমান কেন বাদ যাবে । এমনটা মন্তব্য হয়তো অনেকেই করেছেন । ইতিমধ্যে এই ভিডিওটি ভাইরাল হয়েছে । ছড়িয়ে পড়েছে সর্বত্র ।তার পাশাপাশি ব্যাপক হাসি পরিবেশ সৃষ্টি হয়েছে এ ঘটনাকে কেন্দ্র করে ।











