বাবুল সুপ্রিয় তখন বাবুল সুপ্রিয় হননি তখন ছিল সুপ্রিয় বড়াল, তোচন ঘোষের হাত ধরে শুরু পথচলা, রইল ভিডিও!









নিজস্ব প্রতিবেদন :- বাবুল সুপ্রিয় এর গান শুনে দর্শকেরা ম-ন্ত্রমুগ্ধ হয়ে যায় প্রত্যেকে একথা আমরা প্রত্যেকেই জানি কিন্তু হঠাৎ করে তিনি গানের জগত থেকে পাড়ি দিয়েছিলেন রাজনৈতিক জগতে । যার ফলে ভাটা পড়ে গিয়েছিল গানের জগতে জনপ্রিয়তাতে । রাজনৈতিক জগতে একাধিক কুরুচিকর মন্তব্য বা বিতর্কিত মন্তব্য করার জন্য বাবুল সুপ্রিয় কে মানুষ খারাপ চোখে দেখতে শুরু করেন । তার পাশাপাশি ধ্বং-স হতে থাকে তার গানের জগত। বাবুল সুপ্রিয় জন্ম গ্রহণ করেন ১৫ই ডিসেম্বর ১৯৭০ সালে । তিনি একজন ভারতীয় বাঙালি গায়ক।




তিনি হিন্দি চলচ্চিত্রের গান বেশি গাইলেও বাংলাতেও তার অনেক অ্যালবাম প্রকাশিত হয়েছে। তিনি সুপ্রিয় বড়াল নামেই বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী গ্রহণ করেন। গানের জগতে আসার পর তিনি বাবুল সুপ্রিয় নাম গ্রহণ করেন। তাঁর পিতামহ ছিলেন রাইচাঁদ বড়াল।বাবুল সুপ্রিয় হুগলি নদীর ধারে ছোট্ট শহর উত্তরপাড়ায় জন্মগ্রহণ করেন। তার পিতা হলেন সুনীল চন্দ্র বড়াল ও মাতা সুমিত্রা বড়াল। বাবুল সংগীতের সঙ্গে জুড়ে থাকা পরিবার থেকে উঠে এসেছেন। বিশেষ করে তার পিতামহ এন সি বড়াল গায়ক ও সুরকার ছিলেন।




বাবুল ইন্টার স্কুল ও ইন্টার কলেজ সংগীত প্রতিযোগিতায় বিজয়ী হন। বাবুল অল ইন্ডিয়া রেডিও এবং টেলিভিশনএ সঞ্চালনা করতেন। ১৯৮৩ সালে লিলুয়া ডন বসকো স্কুল থেকে অল ইন্ডিয়া ডন বসকো মিউজিক চ্যাম্পিয়ান হন। ১৯৯১ তে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তবে হয়তো আপনারা অনেকেই জানেন না যে বাবুল সুপ্রিয় যখন জনপ্রিয় হয়ে ওঠে নি তখন থেকেই তিনি কিন্তু গান-বাজনা সাথে যুক্ত রয়েছেন । অর্থাৎ অনেক ছোটবেলা থেকেই তিনি গান বাজনার সাথে যুক্ত রয়েছেন এমনটা বলা যেতে পারে ।




এবার তার একটি চিত্র অর্থাৎ ভিডিও নেট মাধ্যমে ফুটে উঠলো । যদিও ভিডিওটি বেশ কয়েক বছর আগেকার পুরনো । কিন্তু তবুও পুনরায় আরো একবার মাথাচাড়া দিয়ে উঠেছে । সেখানে দেখা যাচ্ছে একটি অনুষ্ঠানে গান গাইতে বাবুল সুপ্রিয় কে । এবং অনুরাগীদের এমনটা মতামত যে সেই তোষণ ঘোষ এর তোর হাত ধরে মিউজিক ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন । বাবুল সুপ্রিয় সেখান থেকে একটি গান গাইতে সুযোগ দেওয়া হয় । এবং সেখানে তিনি দিল হে মানতা নেহি হিন্দি গানটি গেয়েছিলেন এবং সেই গান শুনে রীতিমতো মন্ত্রমুগ্ধ হয়ে গেছিল সকল দর্শকের । যার ফলে পুনরায় বাবুল সুপ্রিয়র গান শুনতে চেয়েছিলাম তারা ।। সেই অর্থে বেড়েছিল তার জনপ্রিয়তা । তাই আজকের বাবুল সুপ্রিয় তে পরিণত হতে পেরেছেন সুপ্রিয় বেড়াল ।











