SBI গ্রাহক হলে অবশ্যই জানুন, এই দিন বন্ধ থাকবে ইন্টারনেট সহ ব্যাঙ্কিং পরিষেবা, জানালো SBI









নিজস্ব প্রতিবেদন :- ফের আরও একবার বি-ভ্রান্তির মু-খে পড়তে চলেছে এসবিআই গ্রাহক রা । দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক বছরের বিভিন্ন সময় তাদের গ্রাহকদের উদ্দেশ্যে একাধিক পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করে যার মাধ্যমে গ্রাহকরা উপকৃত হয় । কিন্তু এবার পুনরায় আরো একবার বি-ভ্রান্তিতে পড়তে চলেছে গোটা দেশের লক্ষ লক্ষ গ্রাহকরা । কারণ সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে জানানো হচ্ছে পুনরায় একদিনের জন্য বন্ধ থাকবে yono ও yono lite অ্যাপ্লিকেশনে পরিষেবা টি ।




আমরা যত সভ্যতার আগে এগিয়ে চলেছি ততোই বাড়ছে ডিজিটাল মাধ্যম এর ব্যবহার । এবং আমরা দেখেছি যে ব্যাংকে আর্থিক লেনদেনের ক্ষেত্রে ডিজিটাল মাধ্যম অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে । দ্বিতীয় মহামারীর কবলে যাতে জমায়েত না হয় তার জন্য মানুষ বেছে নিচ্ছেন নেট ব্যাংকিং এর মতন সুবিধাকে । তাই সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে নতুন নির্দেশিকা জা-রি করা হয়েছে যে নির্দেশিকাতে বলা হয়েছে পুনরায় একদিনের জন্য বন্ধ থাকবে তাদের yono ও yono lite পরিষেবা ।




সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে একটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে যেখানে জানানো হয়েছে যে ১০ জুলাই রাত্রি ১০:৪৫ থেকে ১১ জুলাই রাত ১১:৩৫ অব্দি বন্ধ থাকবে yono ও yono lite অ্যাপ্লিকেশনে পরিষেবা । যার ফলে দেশের একাধিক মানুষ আর্থিক লেনদেনে ভো-গান্তির শি-কার হতে পারেন । কিন্তু আগে থেকেই ধরনের বিজ্ঞপ্তি জারি করার ফলে সেই সংখ্যা অনেক কমে যাবে বলে মনে করছে তারা । তার পাশাপাশি এই ঘটনা নতুন নয় জুন মাসে চার দিন বন্ধ ছিল এই ধরনের পরিষেবা । কিন্তু কেন করা হয়েছে সে বিষয়ে প্রশ্ন ।




এমনিতে ডিজিনাইজেশনের এই যুগে এসবিআই তথা অনলাইন ব্যাঙ্কিং পরিষেবাগুলির ওপর নির্ভরশীলতা বাড়ছে। বিশেষত ক-রোনা ম-হামারী পরিস্থিতিতে আর্থিক লেনদেন করার জন্য এটিই সুবিধাজনক বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। সেক্ষেত্রে অনলাইন পরিষেবার মান আরো উন্নত এবং সুরক্ষিত করার জন্য এসবিআই এই সিদ্ধান্ত নিয়েছে।তবে এসবিআই গ্রাহকরা দুটি টোল ফ্রি নম্বরে ১৮০০১১২২১১ এবং ১৮০০৪২৫৩৮০০ কল করে বর্তমান ব্যালেন্স চেক এবং শেষ পাঁচটি লেনদেন সম্পর্কে জানতে পারবেন।











