মাসে মাত্র ১৫৫৫ টাকা দিলেই পাবেন দারুণ এই বাইক! ফুল ট্যাঙ্ক তেলে ছুটবে কমপক্ষে ৯৫০ কিমি!









নিজস্ব প্রতিবেদন :- যাদের কম দামে বাইক কেনার শখ থেকে থাকে শুধুমাত্র তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি । কারণ আজকের প্রতিবেদন আপনাদেরকে জানাবো যে বাজারে এসেছে সম্প্রতি একটি নতুন বাইক যার মূল্য মাসিক ১৫৫৫ টাকা দিলেই হবে এবং আপনি রীতিমত অ-বাক হবেন এমন টা শুনলে যে ফুল ট্যাংকি কি তেল ভরে নিলে এই গাড়িটি যাবে ৯৫০ কিলোমিটার অব্দি। একদম ঠিক বলেছেন রীতিমতো বাইক বাজারে আ-গুন ধরেছে এই বাইকটি।




সম্প্রতি টিভিএস এর পক্ষ থেকে একটি বাইক লঞ্চ করা হয়েছে যার নাম টিভিএস স্পোর্টস । যেহেতু এখন পেট্রোলের মূল্যবৃদ্ধি প্রতিনিয়ত বেড়েই চলেছে তাই সেই পরিস্থিতির কথা মাথায় রেখে টিভিএস এই ধরনের বাইক তৈরি করেছে যে বাইকটি ফুল ট্যাংকিতে ছুটবে ৯৫০ কিলোমিটার অব্দি এবং এটি অন্যান্য বারের তুলনায় যথেষ্ট ভালো দেখতে । একদম ঠিক শুনেছেন বাকি কি কি ফিচার রয়েছে এই বাইকে কত দাম আসুন জেনে নেব।




টিভিএস এর পক্ষ থেকে জানানো হচ্ছে যে এই বাইকটি নাম হচ্ছে টিভিএস স্পোর্টস এবং মাসিক ১৫৫৫ টাকা কিস্তিতে আপনি এই বাইকটি কিনতে পারবেন । বর্তমানে এর বাজারমূল্য ৫৬ হাজার টাকা । তার পাশাপাশি বাইক কেনার সময় অতিরিক্ত ৫০০০ টাকা ছাড় দেয়া হবে প্রসেসিং ফি তুলে দেওয়া হয়েছে একেবারে এবং এক লিটার তেলে এই বাইকটি ৯৫ কিলোমিটার যেতে পারে ।। এবং সম্পূর্ণ তেলের ট্যাংক ভরতে লাগবে ১০ লিটার তেল । অর্থাৎ এটি যাবে ৯৫০ কিলোমিটার ।




এটা কোন অবাস্তব কল্পনা নয় বাস্তবে কিন্তু আপনার আশে পাশের শো-রুমে রয়েছে এই বাইকটি । সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুলড স্পার্ক ইগনিশন ইঞ্জিন রয়েছে বাইকটিতে। এটি একটি ১০৭ সিসির বাইক। যারা ‘তেল খাবে কম, ছুটবে বেশি’ এমন বাইক খুঁজছেন, তাঁদের জন্য এই বাইকটি আদর্শ। সবুজ, লাল, নীল, সাদা এই চারটির মধ্যে যে কোনও রঙ-এ আপনি কিনতে পারেন।এছাড়া বাজাজ CT100-এর এক্স শোরুমের দাম ৪৯,১৫২ টাকা। অর্থাৎ ৫০ হাজারেরও কম টাকায় পাওয়া যেতে পারে এই দারুণ বাইকটি। এটি এক লিটার পেট্রলে ৮৯.৫ কিমি দূরত্ব অতিক্রম করতে সক্ষম।











