চালু হলো আজ থেকে বেশকিছু ট্রেন, কোন কোন ট্রেন চলবে এবার থেকে, রইল তালিকা!









নিজস্ব প্রতিবেদন :- যাত্রীদের বি-ক্ষো-ভের মু-খে পড়ে রীতিমতো ট্রেন চালাতে বাধ্য হলো পূর্ব রেলওয়ের কর্মকর্তারা । পূর্ব রেলের কর্মকর্তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাছে এই ঘটনাটা বিস্তারিতভাবে উল্লেখ করেছেন এবং অনুমতি চেয়েছেন যাতে রাজ্যের লোকাল ট্রেন চালানো যায় । কারণ এই রাজ্যে অধিক সংখ্যক মানুষের জীবন নির্বাহ করে লোকাল ট্রেনের উপর । অফিসে যাতায়াতের ক্ষেত্রে কিভাবে যাতায়াত করা যাবে তা এখনো স্পষ্ট নয় ।




তাই বিভিন্ন ডিভিশনের স্টেশনে দেখা গেছে বিক্ষোভ পুলিশের সাথে । এবার পূর্ব রেলওয়ের কর্মকর্তারা লোকাল ট্রেন না চালিয়ে বাড়িয়েছে এক্সপ্রেস এবং মেল ট্রেন বলাবাহুল্য স্টাফ স্পেশাল ট্রেন । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন সাংবাদিক বৈঠকে জানিয়েছেন যে রাজ্যে এখন তৃতীয় ঢে-উ আ-ছড়ে প-ড়তে চ-লেছে। এমতাবস্থায় যদি লোকাল ট্রেন চালানো যায় তাহলে সং-ক্রমণ আরো বে-ড়ে যা-বে ।




যার ফলে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না। তাই এখনই লোকাল ট্রেন চালানো যাবেনা। তবে অন্যান্য বিষয়গু-লিতে কিছুটা পরিমাণ হল ছাড় দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু অপরদিকে হাওড়া এবং শিয়ালদা ডিভিশনের একাধিক স্টেশনে বি-ক্ষো-ভের ঘটনার সম্মুখীন হতে হচ্ছে প্রতিনিয়ত পূর্ব রেলের কর্মকর্তাদের । এমনকি সে সমস্ত স্টেশনের বাড়ানো হচ্ছে পুলিশি নিরাপত্তা । এবার পূর্ব রেল জানিয়েছে শিয়ালদা থেকে বাড়ানো হলো বেশ কয়েকটি স্পেশাল ট্রেন । আগামী সোমবার থেকে বাড়ানো হবে আরো।




রেলের তরফে জানানো হয়েছে, আজ শিয়ালদহ ডিভিশনে ৪০টি বেশি ট্রেন চলবে। সোমবার থেকে ট্রেনের সংখ্যা আরও বাড়ানো হবে। সোমবার থেকে ৬০টির বেশি ট্রেন চলবে এই ডিভিশনে। রেলের তরফে জানানো হয়েছে, আজ শিয়ালদহ ডিভিশনে মোট ২৯০টি ট্রেন চলবে। সোমবার থেকে সাড়ে তিনশো ট্রেন চলবে এই ডিভিশনে। ভিড় নিয়ন্ত্রণ যাতে করা যায় ও যাত্রীদের দুর্ভোগ যাতে কমে সেজন্য রেলের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।











