করোনা আবহে বাঙালির দুর্গাপূজা নিয়ে বড় দুঃসংবাদ, জারি নির্দেশিকা!









নিজস্ব প্রতিবেদন :- আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন । তার পরেই শুরু হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা প্রস্তুতিপর্ব । আমরা বাঙালিরা বছরের সারাটা বছর অপেক্ষা করে থাকি শুধু মাত্র এই চারটে দিনের জন্য । এই চারটে দিন বছরে বাকি সমস্ত দিনের ক্লান্তি রাগ অভিমান হ-তাশা সবকিছুকে পিছনে ফেলে ভাসিয়ে দেয় আমাদেরকে শুধুমাত্র আনন্দে উল্লাসে । এই পুজো ঘিরে প্রচুর মানুষের জীবিকা নির্ভর করে যেমন পুরোহিত ঢাকি প্যান্ডেল যারা প্যান্ডেল সাজান তাদের ইত্যাদি কিন্তু করোনা কেড়ে নিয়েছে সবকিছু।




আমরা আগের বছর দেখেছিলাম দুর্গাপূজার সময় নবন্না থেকে একটি নির্দেশিকা জা-রি করা হয়েছিল । এবং সে নির্দেশিকায় জানানো হয়েছিল ঠিকই কি সর্তকতা অবলম্বন করতে হবে পুজো কমিটি গু-লিকে । ঠিক সেরকমই অক্ষরে অক্ষরে পালন করেছিল উদ্যোক্তারা । যার ফলে অবাধ মেলামেশাতে যে আনন্দ সেটা পায়নি বাঙালিরা । তারা আশা করেছিল যে পরের বছর অর্থাৎ এই বছরে তেমনটাই হবে না ।




কিন্তু ক-রোনা তৃতীয় ঢে-উ আসন্ন । যার ফলে দুর্গাপুজো নিয়ে ফের উঠেছে সংশয় আদৌ দুর্গা পুজো হবে? তো নাকি আগের বছরের মতনই করা বিধিনিষেধে কাটাতে হবে । প্রশ্ন ছিল অনেকে ।র তাদের উত্তর এমনটা বলতেই হয় যে এবারের দুর্গা পুজো আগের বছর মতনই করা সতর্কতার মধ্য দিয়ে কাটাতে হবে । ইতিমধ্যে একটি নির্দেশিকা জা-রি করেছে ফোরাম অফ দূর্গা পুজা কমিটি । যদিও নবান্ন থেকে এটি সীলমোহর পায়নি এখনো অব্দি ।




ঠিক কী কী থাকছে এই নিষেধাজ্ঞা তে :- ১)প্যান্ডেল কে কোন কারণে বধ্য করা চলবেনা । চারদিক খোলা রাখতে হবে ।। প্যান্ডেলের শিখর অনেক উঁচু রাখতে হবে ।যেমনটা করা হয়েছিল আগের বছরে। ২(একসাথে মণ্ডপে ১৫ থেকে ২৫ জনের বেশি দর্শনার্থী প্রবেশ করা সম্পূর্ণ রকম ভাবে বারণ । ৩)পুষ্পাঞ্জলি দেওয়ার সময় নির্দিষ্ট দূরত্ব মেনে দাঁড়াতে হবে তার পাশাপাশি ভোট ভিতর ভোগ বিতরণ এর সময় মানতে হবে দূরত্ব ।




৪) ক্লাব অথবা পুজো কমিটির ১০ থেকে ১৫ জন সদস্য একসাথে মন্ডপের ভিতরে থাকতে পারবেন। তার থেকে বেশি কাউকে প্রবেশের অধিকার দেওয়া যাবেনা। ৫) মন্ডপ সজ্জার কর্মী, পুজোর সাথে যুক্ত ঢাকী, স্বেচ্ছাসেবী, পুরোহিত প্রত্যেকের টিকাকরণ সম্পূর্ণ থাকতে হবে। ৬)যাদের টিকাকরণ নেই তাদেরকে টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে পুজো উদ্যোক্তাদের কেই ।











