ভুল করে অন্যমনস্ক হয়ে ভিডিও করতে গিয়ে মুখে মাখার ক্রিম খেয়ে ফেললেন জনপ্রিয় অভিনেত্রী মিঠাই, ভাইরাল ভিডিও!









নিজস্ব প্রতিবেদন :- ধারাবাহিক জগতের অন্যতম প্রবাহ সৃষ্টি করা মিঠাই ধারাবাহিকটির কথা না বললেই চলবে না । কারণে মিঠাই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায় সৌমিত্তৃষা কুন্ডু কে । তার মিষ্টি হাসি এবং আচরনে মাধ্যমে তিনি জয় করে নিয়েছেন দর্শকদের মন । তাইতো এই ধারাবাহিকটি জনপ্রিয়তার নিরিখে অন্যান্য ধারাবাহিকের তুলনায় এখন বেশ জনপ্রিয় ।তবে সম্প্রতি যে ভিডিওটি দেখা গেল তাতে বড় ভুল করে বসলেন মিঠাই ।




অন্যমনস্ক হয়ে তিনি দিদির সাথে গল্প করতে করতে মুখে মাখার ক্রিম খেয়ে নিলেন মিঠাই এবং তোরসা । অনস্ক্রিনে এদের দুজনের সম্পর্ক খুব একটা মধুর না হলেও অফস্ক্রিন কিন্তু তারা একে অপরের বন্ধু । এই মুহূর্তে মিঠাই ধারাবাহিকটি দেখতে সবাই পছন্দ করছে । তার কারণ এই মুহূর্তে সেখানে চলছে টান টানা পরিবেশের কথা। কারণ মিঠাই এর সাথে সিদ্ধার্থের ডিভোর্সের ঘটনা দেখানো হচ্ছে ধারাবাহিকে । কিন্তু সমস্ত ভুল স্বীকার করে নেওয়া তে আদালত ডিভোর্সের সম্মতি দিয়েছে । যার ফলে ভীষণভাবে খুশি হয়েছেন খলনায়িকা তোরসা ।




তবে এবার মেকআপ রুমে তাদের একটি ভিডিও দ-খল ক-রেছে খবরের শিরোনাম । এবং এই ভিডিওটি দেখলে আপনি বলতে পারেন যে আ-চ-মকাই মুখে মাখার ক্রিম খেয়ে নিলেন মিঠাই এবং তোর্ষা । সম্প্রতি ইনস্টাগ্রামে মেকআপ রুমের এমনই এক মজার ভিডিও শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী মিঠাই, সেই ভিডিও দেখা যাচ্ছে হাতে ক্রিমের মতো দেখতে একটি টিউন নিয়ে বলছেন ”এটি একটি অসাধারন প্রোডাক্ট।এটা ১০০ শতাংশ আয়ুর্বেদিক। এটা আপনি চুলেও মাখতে পারেন, মুখেও মাখতে পারেন।”ভিডিওটি যারা এই পর্যন্ত দেখেছেন,




প্রথমেই সবারই মনে হয়েছে এটা হয়তো কোন মেকআপ প্রোডাক্ট। এছাড়া ভিডিওর ক্যাপশনে লেখা আছে ‘ভালো চুল, ত্বক পাওয়ার কারণ, ভিডিওটি দেখো।’ কিন্তু কিছুক্ষণ পরেই সেখানে একটি মজার টুইস্ট রয়েছে। সেখানে দেখা গেল আসলে কিন্তু এটি একেবারেই তা নয়, সেই টিউব থেকে ক্রিম বার করার অ্যাকটিং করে সবাইকে অ-বাক করে দিয়ে দুজনেই এই ক্রিমটি খেতে শুরু করে দিলেন। তবে দর্শককে বোকা বানিয়ে দুই অভিনেত্রী ভিডিও শেষে হাসতে হাসতে বলে ওঠেন ‘এটা আসলে সস।’হাস্যকর এই ভিডিওটি ভাইরাল হয়েছেন এই দুনিয়াতে সর্বত্র এসেছে অনেক মন্তব্য।











