পেটে বাচ্চা নিয়ে বড় পেট নিয়েই কাজে ফিরলেন অভিনেত্রী নুসরত, বিশ্রাম নিচ্ছেন না তিনি, ভাইরাল ভিডিও!









নিজস্ব প্রতিবেদন :- নুসরাত জাহান এই নামটি সম্পর্কে নতুন করে বলার কোন অপেক্ষা রাখে না । কারণ তিন দিক থেকেই তিনি দ-খল ক-রে রেখেছেন খবরের শিরোনাম । প্রথম অভিনয় জগত যেখানে তার যথেষ্ট পরিমাণে জনপ্রিয়তা রয়েছে । দ্বিতীয় হলো রাজনৈতিক জগত । যেখানে তিনি একজন দায়িত্ববান সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছেন । এবং তৃতীয় হলো তার বৈবাহিক জীবন । এবং এই তিন নম্বর কারণটি তাকে এই মুহূর্তে লাইম লাইটের কেন্দ্রবিন্দুতে বা খবরের শিরোনামে ধরে রেখেছে এমনটা আপনি বলতেই পারেন।




নুসরাত জাহান বাংলার অভিনয় জগতে একজন জনপ্রিয় অভিনেত্রী একথা আমরা প্রত্যেকে জানি । শুধু অভিনয় দক্ষতার মাধ্যমে তিনি জনপ্রিয়তার নিরিখে ধীরে ধীরে উপরে উঠতে শুরু করে । এবং একজন জনপ্রিয় অভিনেত্রী হয়ে ওঠে এই বাংলা মানুষের কাছে । তার পাশাপাশি তিনি রাজনৈতিক জগতে পদার্পণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে । এবং সাফল্য পেয়েছেন সেখানে । তাইতো এই বাংলার একজন দায়িত্ববান সংসদে পরিণত হয়েছেন তিনি । কিন্তু তার ব্যক্তিগত জীবনের নানান ধরনের সমস্যা ম-নো-মা-লিন্য দ-খল করেছে খবরের শিরোনাম কে।




সম্প্রতি জানা যাচ্ছে নুসরাত জাহান অ-ন্তঃস্ব-ত্তা। কিন্তু এই ঘটনা প্রকাশ্যে উঠে আসার পর নিখিল জৈন সরাসরিভাবে অস্বীকার করে দেন এবং বলেন এই সন্তান তার নয় । অপরদিকে নুসরাত জাহান বলেন যে তুরস্ক যেভাবে তাদের বিয়ে হয়েছিল সেটি বৈধ নয় তাই বি-চ্ছেদে কোন প্রশ্ন ওঠেনা । এভাবে প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ি করার মাঝেই উঠে আসে যশ দাশগুপ্তের নাম অনেকে । সন্দেহ করছে এই সন্তান নাকি যশ দাশগুপ্ত এর । কিন্তু সংবাদমাধ্যমকে তিনি জানান এই সন্তান নয় । তারপর থেকে ক্রমশ বাড়তে থাকে জ-ল্পনা । নিজেকে রীতিমতো ঘরব-ন্দি করে ফেলেছেন । তবে ফের আবার কাজের ক্ষেত্রে দেখা গেলো তাকে ।




সম্প্রতি নুসরাত জাহানের ফ্যাশন ডিজাইনার কিয়ারা সেনের ইনস্টা স্টরিতে একটি ছবি জ্বলজ্বল করছে । সেখানে দেখা যাচ্ছে যে একটি বিজ্ঞাপনের শু-টিং এর জন্য নুসরাত জাহান উপস্থিত হয়েছেন । তার সাথে সাথে উপস্থিত হয়েছে তার গোটা টিম এবং কালো রঙের একটি হুডি পরা অবস্থায় দেখা যাচ্ছে নুসরাত জাহানকে । যদিও সেখানে বেবি বা-ম্প স্পষ্ট নয় । কিন্তু অ-ন্তঃস-ত্ত্বা গ্লো চোখে-মুখে ফুটে উঠছে নুসরাত জাহান ইনস্টাগ্রম স্টরি শেয়ার করেছেন এবং এটা প্রমাণ করতে চেয়েছেন যে ব্যক্তিগত জীবনে যতই সমস্যা থাকুক না কেন কর্মক্ষেত্র বা ক্যারিয়ার জীবনে কোনরকম আপোষ করতে ভালোবাসেন না তাইতো এই অবস্থাতেও কাজ থামাননি তিনি ।











