আগামীকাল থেকেই টানা 6 দিন বাতিল করা হলো দক্ষিণ-পূর্ব রেলের একাধিক ট্রেন! চরম ভোগান্তিতে পড়তে পারেন যাত্রীরা!









নিজস্ব প্রতিবেদন:-আবারো বেশকিছুদিন রেলযাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হবে।নন ইন্টারলকিং এর কাজের জন্য আগামী 6 দিন পর্যন্ত হাওড়া–খড়গপুর–ভুবনেশ্বর শাখায় বেশকিছু ট্রেন বাতিল করে দিয়েছে দক্ষিণ পূর্ব রেলওয়ে।আগামী 31 জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত মোট আটটি বিভাগের ট্রেন বাতিলের বিজ্ঞপ্তি গতকাল সকালে প্রকাশ করা হয়েছে। আসুন এক নজরে বাতিল হওয়ার ট্রেনের তালিকা গু-লি জেনে নেওয়া যাক।।




বাতিল হওয়া ট্রেন গু-লির মধ্যে রয়েছে শালিমার–পুরী, এবং পুরী শালিমার ধৌলি এক্সপ্রেস, হাওড়া–ভুবনেশ্বর এবং ভুবনেশ্বর–হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস, খড়গপুর–জাজপুর কেওনঝড় রোড এবং জাজপুর কেওনঝড় রোড–খড়গপুর মেমু এক্সপ্রেস, হাওড়া–জলেশ্বর এবং জলেশ্বর–হাওড়া মেমু স্পেশাল।।




ইতিমধ্যেই দক্ষিণ পূর্ব রেলওয়ের তরফ থেকে বাতিল হওয়ার ট্রেন গু-লির একটি তালিকা প্রকাশ করা হয়েছে যা রেলের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে যাত্রীরা দেখে নিতে পারেন। এছাড়াও নির্দিষ্ট অ্যাপ্লিকেশন থেকে আপনারা এই তালিকাটি দেখে নিতে পারবেন। বিস্তারিত জানতে আমাদের পরবর্তী প্রতিবেদন গুলোর দিকে নজর রাখতে থাকুন।











