খুব সহজ উপায়ে চিরতরে দূর করুন ঘাড়ের উপরের কালো দাগ কে !রইল ভিডিও।











নিজস্ব সংবাদদাতা : বর্তমানে আমরা সকলেই চাই নিজেকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে। তার জন্য রোজ রোজ বেড়েই চলেছে পার্লারের খরচ। মাসিক নানা খরচের পাশাপাশি পার্লারের খরচটাও যেন একটা বাধ্য-তামূলক জিনিস হয়ে গেছে। তবে অনেকেরই ঘাড়ের কালো দাগ দেখা যায় যার ফলে বেশ খানিকটা অস্বস্তিতে পড়তে হয় তাদের। এর ফলে অনেক সাজ-গোজ করার পরও নিজেকে সকলের সামনে মেলে ধরতে খানিক অস্বস্তিই লাগে ।





এর জন্য অনেক ক্রিম ব্যবহার করেও কোন লাভ হয়নি, আসুন আজ জেনে নেওয়া যাক কয়েকটি হোমমেড পদ্ধতি যার সাহায্যে অল্প ক’দিনের মধ্যেই গলার কালো দাগ দূর হয়ে যাবে । প্রতিদিন রাতে লেবুর রসের সাথে গোলাপজল মিশিয়ে ঘাড়ে লাগান এবং তারপর ঘুমিয়ে পড়ুন সকালে উঠে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এরকম এক মাস করলে নিজেই পার্থক্যটা বুঝতে পারবেন।





অ্যালোভেরা বা ঘৃতকুমারীর রস ও এই দাগ দূর করতে সাহায্য করে। অ্যালোভেরার রস বের করে প্রায় কুড়ি মিনিট মুখে লাগিয়ে রাখুন তারপর ধুয়ে ফেলুন। প্রায় এক মাস ধরে প্রতিদিন এটা ব্যবহার করুন তারপর ফলাফল দেখতে পাবেন নিজের চোখের সামনেই।এছাড়াও আমাদের দৈনন্দিন ব্যবহারের আরেকটি অন্যতম সবজি আলু ,আলু ব্যবহারের মাধ্যমেও এই দাগ দূর করা সম্ভব।





আলু কুচি বা আলুর রস করে 15 মিনিট মুখে লাগিয়ে রাখুন। এভাবে নিয়মিত ব্যবহার করার ফলে ঘাড়ের কালো দাগ দূর হয়ে যাবে। শসার রসের সাহায্যেও এই কালো দাগ দূর করা সম্ভব। শসার রস ত্বকের মরা কোষ দূর করতে সাহায্য করে এবং ত্বককে উজ্জ্বল সুন্দর করে তোলে। তাই শসাকে কুচি কুচি করে কেটে নিয়ে বা মিক্সারে ব্লে-ন্ড করে পনেরো মিনিট ধরে লাগিয়ে রাখুন এবং তারপর ধুয়ে ফেলুন। কিছুদিন এরকমভাবে করার পরই ফলাফল দেখতে পাওয়া যাবে।



















