কোনো টলিউড অভিনেতাদের থেকে কম হ্যান্ডসাম নয় প্রসেনজিৎ চ্যাটার্জীর ছেলে, রইল তার নজরকাড়া ছবি!









নিজস্ব প্রতিবেদন:-বাংলার অভিনয় জগতের জনপ্রিয় অভিনেতা হলেন প্রসেনজিৎ চ্যাটার্জী। এই প্রসেনজিৎ চ্যাটার্জী আমাদের ছোটবেলা জুড়ে রয়েছে । আমাদের স্মৃতিতে থেকে গেছে আজীবন এবং এখন প্রসেনজিৎ চ্যাটার্জী কে খুব একটা অভিনয় করতে দেখা না গেলেও তার আগের অভিনীত ছবিগুলো দেখে রীতিমত মন্ত্রমুগ্ধ হয়ে যায় সাধারণ মানুষেরা কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন ঘাটলে আমরা দেখতে পাবো




যে কখনও কখনও তার জীবনে থেকে গেছে একাধিক খামতি ।এবং ব্যক্তিগত জীবনের এই খামখেয়ালীপনার জন্য একবার নয় বরং তিনবার তিনি বিবাহ করেছেন ।বাংলা অভিনয় জগতে তাঁর অবদান কি সেটি নতুন করে বলার অপেক্ষা রাখে না । কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কে আজ কিছু মানুষ নিজের ভগবান রূপে দেখেন । কারন তা সমাজসেবামূলক কাজের জন্য। তার পাশাপাশি একাধিক দুর্ধর্ষ ছবিতে অভিনয় করে জয় করে নিয়েছিলেন দর্শকদের মন ।




যদিও নতুন প্রজন্মের বেশ কয়েকটি সিনেমাতে তাকে অভিনয় করতে দেখা গেছে । শুধুমাত্র বাংলা নয় তার পাশাপাশি হিন্দী অভিনয় জগতে তাঁর অবদান রয়েছে অনেকখানি । কিন্তু আপনি কি জানেন যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে অর্থাৎ তৃষানজিৎ চট্টোপাধ্যায়ের খবর কি।প্রথমে দেবশ্রী রায় তারপরে অর্পিতা ঠাকুরতা এবং তারপরে অপর্ণা পাল কে বিয়ে করেন তিনি ।এবং অনেকেই জানেন যে অর্পিতা পাল এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটি পুত্র সন্তান হয়েছিল যার নাম ট্রিসঞ্জিত চট্টোপাধ্যায় ।




যার ডাকনাম মিশুক । মানুষজন তাকে মিশুক নামেই চেনেন । কিন্তু এখন তিনি পড়াশোনা কাজের জন্য ইউরোপে বসবাস করে । দেশের এই দীর্ঘ লকডাউন এর ফলে আপাতত কলকাতাতে সে বাবা-মায়ের সাথে বসবাস শুরু করেছে তিনি । কিন্তু তার শরীরের গ্ল্যামার দেখেন আপনি এমন টা বলতে পারেন যে যেকোনো মুহূর্তে অভিনয় জগতে সুযোগ পেয়ে যাবেন তিনি ।তার পাশাপাশি যেকোনো প্রথম সারির অভিনেতাকে নিমিষেই টেক্কা দিতে পারবেন তিনি ।। যদিও এ ব্যাপারে তার আগামী অর্থাৎ ভবিষ্যতে কি মতামত বা কি সিদ্ধান্ত সেটা জানানো যায়নি।
— Bengal News Media (@media_bengal) July 13, 2021











