আধার কার্ড ও প্রাইভেট চাকরির বিষয়ে 2 টি গুরুত্বপূর্ণ ঘোষণা করল কেন্দ্র! জানুন বিস্তারিত।









নিজস্ব প্রতিবেদন :- আমাদের জীবনে আধার কার্ডের গুরুত্ব কতখানি তা আমরা প্রত্যেকেই জানতে পারি যদি আমরা নতুন কোনো নথি পত্র তৈরি করা যায় । যেমন ধরুন কোন রেশন কার্ড ড্রাইভিং লাইসেন্স বা কোন স্কুলে ভর্তি বা কলেজে ভর্তি সমস্ত জায়গা প্রয়োজন হয় এবং এমনটা মনে করা হয় যে প্রতিটি ভারতবাসীর কাছে আধার কার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নথিপত্র যাকে ভালো করে সংরক্ষিত করে রাখা এবং নিয়মিত করে রাখা আপনার কর্তব্য ।




এবার কয়েকটি পদ্ধতির পরিবর্তন এনেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া । সম্প্রতি তাদের পক্ষ থেকে টুইট করা হয়েছে এবং জানানো হয়েছে যে অনেক সময় আধার কার্ডের কিছু সমস্যা থেকে থাকে যেমন নাম ঠিকানা ফোন নাম্বার জন্মের তারিখ ইত্যাদি ভুল চলে আসে । এবার সেগুলিকে ঠিক করা যাবে মাত্র বাড়িতে বসে । একটা ফোনের মাধ্যমে । সম্প্রতি সে সংস্থার পক্ষ থেকে একটি নতুন টোল ফ্রি নাম্বার জারি করা হয়েছে সেটি হল ১৯৪৭ ।




এই নাম্বারে আপনি ফোন করে আপনার সমস্যার কথা বলতে পারেন । অথবা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপনি ইমেইল করতে পারেন । মোট ১৯ টি ভাষায় আপনি এখানে পরিষেবা পেয়ে যাবেন । আমরা জানি যে আধার কার্ডে যদি কোনো কারণে নাম্বার অর্থাৎ ফোন নম্বর ভুল চলে আসে তাহলে ভেরিফিকেশন সেন্টারে গিয়ে লাইনে দাঁড়িয়ে একটা দিনের সময় নষ্ট করতে হয় আপনাকে ।




কিন্তু এবার থেকে মুক্তি পেতে চলেছেন আপনি । এবার থেকে আপনি আধার ভেরিফিকেশন সেন্টারে না গিয়ে বাড়িতে বসে নিজের ভুল হয়ে যাওয়ার নাম্বার পরিবর্তন করতে পারেন ।তবে নিজে যদি কোনো কারণে করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনাকে সাহায্য করবে পোস্টম্যান । একদমই ঠিক শুনেছেন আধার কার্ড প্রস্তুতকারী সংস্থা সাথে পোস্ট অফিসের অর্থ ভারতীয়দের একটা সমঝোতা হয়েছে এবং তার মাধ্যমে এই তথ্য উঠে আসছে । এবার থেকে ভুল নাম্বার সঠিক করার জন্য ব্যবহার করা হবে পোস্ট অফিসের পোস্ট মেন কে ।











