দিদি নং ওয়ানে গিয়ে দারুণ কবিতা বলে তাক লাগালো দেবাংশু, ভাইরাল ভিডিও!









নিজস্ব প্রতিবেদন :- আমাদের আশেপাশে এমন অনেক রিয়েলিটি শো প্রতিনিয়ত হচ্ছে যেগু-লি থেকে আমরা কিছু জ্ঞান অর্জন করতে পারি । হ্যাঁ অতি অবশ্যই সেগু-লিতে আনন্দ হাসি কা-ন্না সমস্ত কিছু থেকে থাকে কিন্তু তার সাথে সাথে সেই সমস্ত রিয়েলিটি শো থেকে আমরা পাই কিছু জ্ঞান যার ফলে আমরা কখনও কখনও আ-বেগপ্র-বণ হয়ে পড়ি নিজেদের প্রতি । ঠিক সেরকমই একটি চিত্র ফুটে উঠল দিদি নাম্বার ওয়ান এপিসোড । কিন্তু এই এপিসোডটি অন্যান্য থেকে যথেষ্ট আলাদা ছিল ।তার জন্য রয়েছে অবশ্য অনেকগু-লি কারণ।




বাংলার অভিনয় জগতে একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন রচনা ব্যানার্জি । দীর্ঘদিন রঙিন পর্দার সাথে তার তেমন কোনো সম্পর্ক নেই। ছবিতে আরো অভিনয় করতে দেখা যায় না । কিন্তু দীর্ঘ ১০ বছর ধরে জনপ্রিয়তাকে অটুটু রেখেছেন । যার মাধ্যমে সেটি হলো দিদি নাম্বার ওয়ান । দিদি নাম্বার ওয়ান রিয়েলিটি শো এর মুখ্য সঞ্চালিকা হিসেবে তিনি জনপ্রিয়তা পেয়েছেন ব্যাপক পরিমাণে । এই দশ বছরে জীবনে অনেক ওঠা পরা । এসেছে অনেক ব্য-র্থতা । কিন্তু তবুওদর্শকের মনে রচনা ব্যানার্জি আজও জনপ্রিয়।




এবার আসি এই এপিসোডটা কেন আলাদা। তার কারণ এই এপিসোডে দেখা গিয়েছিল জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্ত কে অভিনেতা সায়ক চক্রবর্তীকে তার পাশাপাশি দেখা গিয়েছিল টুম্পা খ্যাত আরব দে কে এবং তৃণমূলের সদস্য এবং এই মুহূর্তে গোটা সোশাল মিডিয়া সেন্সেশন দেবাংশু ভট্টাচার্য কে । দেবাংশু ভট্টাচার্য খেলা হবে গানটি এখন বিভিন্ন রাজনৈতিক মহলে ব্যা-পক জনপ্রিয়তার সৃষ্টি করেছে । পাশাপাশি এই খেলা হবে গানটি তৃণমূল কংগ্রেসকে তৃতীয়বারের জন্য ক্ষ-মতায় আনতে ব্যা-পক পরিমাণে কাজে লেগেছিল । সেই দেবাংশু ভট্টাচার্য লিখেছেন সমগ্র মা জাতির উদ্দেশ্যে একটি কবিতা যা শুনে আবেগপ্রবণ হয়ে পড়লেন গোটা মঞ্চ।




দেবাংশু তার কবিতাতে মা দুর্গার সাথে তুলনা করেছেন আমাদের মাকে । মা দুর্গার দশ হাতে যেমন দশটি অস্ত্র থাকে এবং প্রতিটি অ-স্ত্রের যেমন আলাদা আলাদা কাজ রয়েছে বিবরণ রয়েছে ঠিক সেরকমই দুর্গার আসনে বসিয়েছে আমাদের জননী মাকে । এবং তাদের হাতে ধরি সে বিভিন্ন ধরনের সংসারের যাবতীয় অ-স্ত্র । সেই অ-স্ত্রে রয়েছে বিভিন্ন কাজ কর্ম এবং তার কবিতার মাধ্যমে জানিয়েছেন যে আমরা যতই অগোছালো হয় আমরা জানি যে আমাদেরকে গুছিয়ে দেবে পুনরায় একজন । সেটি হলো মা । কবিতাটি শুনে রীতিমতো আ-বেগপ্র-বণ হয়ে পড়েছিলেন রচনা ব্যানার্জীর নিজেও । ইতিমধ্যে এই ভিডিও ক্লিপটি এখন সোশ্যাল মিডিয়াতে তু-মুলভা-বে ভাইরাল ।











