দাদার বায়োপিকে ডোনা গাঙ্গুলীর চরিত্রে নুসরাত! নেট দুনিয়ায় উঠলো প্র’তিবাদের ঝ’ড়!









নিজস্ব প্রতিবেদন :- মহেন্দ্র সিং ধোনি আজহার এবং শচীন টেন্ডুলকারের বায়োপিক তৈরি হতে দেখেছি সেগুলো জনপ্রিয় এবং সাফল্য হওয়ার পর অবশেষে সৌরভ গাঙ্গুলী সম্মতি পাওয়া গেল তার জীবন কাহিনী মূলক সিনেমা তৈরি করার ক্ষেত্রে . সোশ্যাল মিডিয়াতে এই ধরনের গু-জব র-টেছিল সৌরভ গঙ্গুলি নিজে জানিয়েছিলেন যে শুধুমাত্র সত্যতা নেই তার মধ্যে কিন্তু এবার নিজে সম্মতি দিলেন সৌরভ গাঙ্গুলী। যা এই মুহূর্তে খবরটি শিরোনাম দখল করে রাখছে ।




বিভিন্ন ডিরেক্টর এবং প্রোডাকশন হাউস সৌরভ গাঙ্গুলী কে তার জীবনী নিয়ে সিনেমা তৈরি করার জন্য অফার দিয়েছিলা . কিন্তু সে সমস্ত বিষয়টি নাকচ করে দিয়েছিলেন । এর আগে পরিচালক একতা কাপুর নিজে সৌরভের সঙ্গে দেখা করেছিলেন বায়োপিক করার জন্য।ফক্স-র মত প্রোডাকশন কোম্পানির তরফ থেকে সৌরভের কাছে প্রস্তাব ছিল। সিনেমায় অভিনয় করার জন্য প্রস্তাব পেয়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। কিন্তু তিনি নাকচ করে দিয়েছেন। এই সৌরভের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে না সৌরভ গাঙ্গুলী কে। তবে এই সিনেমাটি কবে রিলিজ হবে সেই বিষয়ে কিছু তথ্য জানা যায়নি।




তবে সূত্রে মারফত এমনটা জানা যাচ্ছে যে সৌরভ গাঙ্গুলী প্রোডাকশন হাউজের মেম্বারদের সঙ্গে ইতিমধ্যে অনেকবার মিটিং করে ফেলেছেন এবং কে তার অভিনয়ে চরিত্রে অভিনয় করবে সেটি মোটামুটি ঠিক হয়ে গেছে এবং সৌরভ গঙ্গুলি নিজের নাম বলেছে কারণ তার প্রিয় অভিনেতা রণবীর কাপুর তিনি জানান তাঁর চরিত্রে অভিনয় করেন যদিও ডিরেক্টরের আওতায় অধীনে এই সিনেমাটি তৈরি হবে তা এখনো জানা যায়নি তবে এমন টা জানা যাচ্ছে বলিউড ইন্ডাস্ট্রিতে বড় বাজেটের একটি ছবি হতে চলেছে এটি এবং এর মূল্য ধার্য করা হয়েছে প্রায় আড়াইশো কোটি টাকা।




কিন্তু প্রশ্ন ছিল দাদার চরিত্রে কাজে অভিনয় করতে দেখা যাবে । সে অর্থে সৌরভ গঙ্গুলি তার পছন্দের অভিনেতা রণবীর কাপুরের নাম উল্লেখ করেছিলেন । যদিও চূড়ান্ত কিছু ঠিক হয়নি। তবুও এমনটা ধরে নেওয়া যাচ্ছে যে এই বায়োপিকে দাদা চরিত্রে অভিনয় করবে রণবীর কাপুর। কিন্তু ডোনা র চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কাকে? সে বিষয় এ থাকছে গভীর প্রশ্ন । যদিও মনে মনে কাস্টিং করে ফেলেছে নেটিজেনরা। এবং তাদের দাবি ডোনার চরিত্রে একমাত্র মানাবে নুসরাত জাহানকে । যদিও এটি মজা করা হয়েছে তা আর বুঝতে অসুবিধা নেই । কারোর। কারণ এই মুহূর্তে নুসরাত জাহান খবরের শিরোনাম করেছে তাই তাকে নিয়ে সামান্য হাসি-ঠাট্টা হবে এমনটাই স্বাভাবিক ।











