সকালে আকাশ পরিস্কার থাকলেও বেলা বাড়লেই বাড়বে ভোগান্তি! ফের বৃষ্টির পূর্বাভাস হওয়া অফিসের!









নিজস্ব প্রতিবেদন:গত সপ্তাহেই বৃষ্টিপাতের পূর্বাভাস এর কথা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। সেইমতো বৃহস্পতিবার রাতের দিকে সামান্য বৃষ্টিপাত দেখা গেলেও শুক্রবার এবং শনিবার আকাশ মোটামুটি পরিষ্কার ছিল। তবে দফায় দফায় কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশকিছু জেলাতে শনিবার বিকেল থেকে মাঝারি বৃষ্টিপাত হয়।




আজ রবিবার সকাল থেকেই আকাশ পরিষ্কার রয়েছে। তবে তার মাঝেই বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাল হাওয়া অফিস। যদিও সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রোদ ঝলমলে আবহাওয়া বিরাজমান থাকবে বলেই বলা হয়েছে।




কিন্তু তার পরেও যাতে মানুষ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বাইরে যেতে না ভোলেন তার কথা বিশেষভাবে জানিয়েছে হাওয়া অফিস। শুধু কলকাতা নয় ঝারগ্রাম ও দুই মেদিনীপুরেও বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে।




সকালের দিকে আবহাওয়া পরিষ্কার থাকলেও বিকেল থেকেই আবারো আকাশের অবস্থা খারাপ হতে পারে। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ঝড়োহাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে।




দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। তবে 28 তারিখ থেকে আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই বৃষ্টিপাতের খুব একটা প্রভাব পড়বে না তাপমাত্রার উপর।




তবে গত বৃহস্পতিবার রাতে দমকা হওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ফলে রাজ্যের বেশ কিছু জায়গায় আলু ও সরষে চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 18 ডিগ্রী সেলসিয়াস এর আশেপাশে। গত 24 ঘন্টায় কোনরকম বৃষ্টিপাত হয়নি।











