সোনু সুদের বাড়িতে সাহায্য চাইতে গেলেন গরীব বৃদ্ধা, তাকে যা বললেন সোনু সুদ, ভাইরাল ভিডিও!











নিজস্ব প্রতিবেদন :- দেশে যখন সম্পূর্ণরূপে ল-কডা-উন চলছিল তখন এই দেশের বিভিন্ন রাজ্যে এমন চিত্র দেখা গেছে যা রীতিমতো আবেগময়ী করে তুলেছে আমাদের। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আ-টকে প-ড়া পরিযায়ী শ্রমিক গুলো ঘরে ফেরার আ-র্ত-নাদ । কোথাও কোথাও সাহায্য মিললেও তেমনভাবে ঠিক সাহায্য মেলে না । কাজেই পুরো পরিবার নিয়ে রাস্তার মধ্যে হাঁটতে শুরু করে বেশ কিছু জায়গায় শ্রমিকরা । সাথে নেই পর্যাপ্ত পরিমাণে খাবার। কোথাও আবার রাস্তাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কোন কোন পরিযায়ী শ্রমিক ।





কোথাও আবার দেখা গেছে বিশ্রাম নিতে গিয়ে ট্রেন লাইনের ধারে শুয়েছিল ,শ-রীরের উ-পর দি-য়ে চ-লে গে-ছে ট্রে-ন। এরকম একের পর এক দুঃ-সং-বাদ রীতিমতো পরপর ভেসে এসেছে আমাদের চোখে। কিন্তু তারই মাঝে কোথাও যেন দেবতার দূত হিসেবে হাজির হয়েছিলেন অভিনেতা সোনু সুদ। পরিযায়ী শ্রমিক দের ঘরে পৌঁছানোর দায়িত্ব থেকে শুরু করে তাদের খাবারের ব্যবস্থা এবং যাবতীয় ব্যবস্থা সেই মুহূর্তে একা হাতে করেছিলেন বলিউডের অভিনেতা সোনু সুদ। এবার শুধু তার ফল পাওয়ার সময় ।





তার এই কাজের জন্য কিছুদিন আগে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম একটি অ্যাওয়ার্ডের আয়োজন করেছিলো গত ২৯ সেপ্টেম্বর । একটি ভার্চুয়াল সেরিমনির মাধ্যমে এই অনুষ্ঠান পালিত হয়। আর সেই অনুষ্ঠানে “এসডিজি স্পেশাল হিউম্যানিটারিয়ান অ্যাকশন অ্যাওয়ার্ড ” দেওয়া হয়েছিল সোনু সুদকে। সাধারণত খলনায়কের চরিত্রে অভিনয় করা এই অভিনেতা বাস্তব জীবনে আসলে নায়কের পরিচয় দিয়েছেন। এর পাশাপাশি সেই সময় তিনি একটি টোল ফ্রি নাম্বার এবং নিজের ইমেইল আইডি দিয়েছিলেন যার মাধ্যমে মানুষজন তাদের স-মস্যার কথা সোনু সুদ কে সরাসরি জানাতে পারতেন ।





এবং সেই মতন মানুষদের কাছে পৌঁছে যেতেন এই মানুষ রূপী দেবতা সোনু সুদ ।তবে ফের আরো একবার খবরের শিরোনামে উঠে এলেন সোনু সুদ । ফের আবার অ-স-হায়ের ত্রাতা রূপে অবতীর্ণ হলেন সনু সুদ। কিছু বৃদ্ধ গরীব মানুষেরা সাহায্যের জন্য পৌঁছে গিয়েছিলেন সনু সুদ এর বাড়ির দরজায় । বিশ্বাস করুন তাদেরকে বিন্দুমাত্র অপমান বা কোনো রকম কোনো তাচ্ছিল্য করেননি তিনি । বরং মনোযোগ দিয়েছেন তাদের স-ম-স্যার কথা ।তার পাশাপাশি তিনি সেই সমস্ত মানুষকে আশ্বস্ত করেছেন যে তাদের বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব তার নিজের শুধুমাত্র আশ্বস্ত করেছে তেমন কিন্তু নয় । তার পাশাপাশি তৎক্ষণাৎ তিনি নিজের কাজে লেগে পড়েন । তার এই দেবতা রুপি আচরণ মানুষের মনকে আ-কৃষ্ট করেছে । শুধুমাত্র ভারত বর্ষ নয় ভারতবর্ষের বাইরে ও শিশুদের প্রশংসায় পঞ্চমুখ সকলে ।














