স্কুলের ১০০ বছর পূরণ অনুষ্ঠানে একসাথে এক হাজার টিয়া পাখি উড়ালেন প্রধান শিক্ষক, ভাইরাল ভিডিও!











নিজস্ব প্রতিবেদন :- কথাতেই আছে ‘বন্যরা বনে সুন্দর শিশুরা মাতৃকোলে’ । অর্থাৎ যে যেখানে সুন্দর তাকে সেখানেই রাখা উচিত । কিন্তু আমরা বাড়ির সৌন্দর্যতা বাড়িয়ে তোলার জন্য বা অন্যান্য বিশেষ কোন কারণের জন্য বাড়িতে টিয়া পাখি বা বিভিন্ন ধরনের পাখি পুষে থাকে যা বর্তমানের এই উন্নত সমাজের মানুষের পক্ষে কাম্য নয় ।





পাখি মানেই যারা আকাশে ডানা মেলে উড়বে । তবেইনা বিকেলবেলা টা মনোরম হয়ে উঠবে । তাদের কিচিরমিচির আওয়াজে আজও ঘুম ভাঙ্গে গ্রাম অঞ্চলের প্রতিটি মানুষের । কিন্তু যদি আপনি সেই সমস্ত পাখি গুলিকে ঘরের মধ্যে বন্দি করে রেখে দেন তাহলে পরিবেশে তাদের আর কোন সংযোগ থাকবে না এবং কোথাও যেন এটি প-রি-বেশের ভা-রসা-ম্য ন-ষ্ট করতে সাহায্য করবে ।





কাজেই পাখিকে মুক্তি দেওয়া উচিত । মুক্ত করা উচিত । এবার সেই ঘটনা বাস্তব রূপ দেখা গেলো । সম্প্রতি কেরালার একটি স্কুলের ভিডিও প্রকাশিত হয়েছে সাইবার দুনিয়াতে এবং ভিডিওটি যথেষ্ট পরিমাণে জনপ্রিয়তা লাভ করেছে । কারণ সেখানে স্কুলের এক শিক্ষক খাঁচার মধ্যে ব-ন্দী ক-রে নিয়ে এসেছে অজস্র টিয়া পাখি । এবং ছাত্র-ছাত্রীদের সামনে সেই সমস্ত টিয়াপাখির গু-লিকে মুক্তি দিয়েছে সেই শিক্ষক ।





আপনি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে খাঁ-চা ব-ন্দীদ-শা থেকে মুক্তি পাওয়ার পর কতটা আনন্দে খোলামেলা প্রকৃতিতে নিজেদের মত করে বাঁচতে চাইছে সেই সমস্ত টিয়া পাখি গু-লি । ইতিমধ্যে সেই ভিডিওটি ব্যা-পক জনপ্রিয় হয়েছে ।তার পাশাপাশি অনেকে আবার আ-বেগপ্র-বণ করে তুলেছে ।














