রুক্সিনির ভাইজির হাতে মা-র খেলেন অভিনেতা দেব, তু-মুল ভাইরাল ভিডিও!











নিজস্ব প্রতিবেদন :- শপথ সিনেমা মাধ্যমে অভিনয় জগতে তার পদার্পণ ঘটে । কিন্তু সেই ছবিটি বাণিজ্যিকভাবে তেমন সফল হতে পারেনি। যার ফলে জনপ্রিয়তা লাভ করতে পারেনি দীপক অধিকারী । তার পরবর্তী ছবি ‘আই লাভ ইউ’ সিনেমা তে ব্যাপকভাবে কাম ব্যাক করে দীপক অধিকারী। তারপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। ‘পরাণ যায় জ্বলিয়া’ রে ‘চ্যালেঞ্জ’ , ‘চাঁদের পাহাড়’ সহ একাধিক ছবিতে অভিনয় করে জয় করে নিয়েছেন এই বাংলার দর্শকদের মন।





বাংলার অভিনয় জগতে একজন জনপ্রিয় অভিনেতা হলেন দীপক অধিকারী । এবং দীপক অধিকারী শুধুমাত্র একজন অভিনেতা তেমন কিন্তু নয়। তার পাশাপাশি এই বাংলার একজন দায়িত্ববান সাংসদ ।বাংলার অভিনয়জগতে দীপক অধিকারী মানেই এক সাহায্যের হাত । দীপক অধিকারী মানে যেকোন বিপদে ভগবানের দূত হয়ে সামনে উপস্থিত হওয়া মানুষরূপী ভগবান ।





তার ভক্ত বা অনুগামী সংখা যথেষ্ট বেশি। শুধুমাত্র ভারতবর্ষে নয় ভারতবর্ষে বাইরে রয়েছে তার অনুগামী সংখ্যা ।এবং অনেকেই জানতে চান যে দীপক অধিকারী বাড়িতে কেমন অর্থাৎ অভিনেতা এবং সাংসদ ছাড়া সাধারণ ঘরোয়া পরিবেশে দীপক অধিকারী কেমন । সে ব্যাপারে প্রশ্ন ছিল অনেকের । তেমন কোনো উত্তর পাওয়া না গেলেও সম্প্রতি পাওয়া গেল একটি ভিডিওর মাধ্যমে যা আপনাদের সামনে এই প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করব ।





বাচ্চাদের সাথে মেলামেশা করতে খুব পছন্দ করেন তিনি । আর তারই একটি বাস্তব রূপ দেখা গেলো এই ভিডিওতে ।রুক্মিণী মৈত্র ভাইজির সাথে খু-ন-সুটি ভিডিও দেখা গেল সম্প্রতি । সেখানে দেখা যাচ্ছে জেতার ভাইজি পড়াশোনা করছে না ঠিকঠাক মতন । তাই দীপক অধিকারী তাকে বলেছেন যে ঠিকঠাক মতন পড়াশোনা করতে । এরপর সেই ভাইজি দীপক অধিকারী অর্থাৎ দেবের সাথে কিছুটা হলেও খু-ন-সুটি করতে শুরু করে । সেই পুরো ঘটনাটিকে ক্যামেরাবন্দি করেছেন রুক্মিণী যা পরবর্তী ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে এসে উপস্থিত হয়েছে ।














